এক্সপ্লোর
সলমনের মায়ের সঙ্গে ক্যাটরিনার ছবি কেন ডিলিট করলেন অর্পিতা, জানালেন স্বামী আয়ূষ

মুম্বই: ক্যাটরিনা কাইফ ও সলমন খান বর্তমানে 'ভারত' সিনেমার শ্যুটিংয়ে মাল্টা গিয়েছিলেন। ওই সময় সলমনের মা সালমা খানও কিছুদিনের জন্য মাল্টা গিয়েছিলেন। সলমন তাঁর মায়ের সঙ্গে কিছু ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। এরইমধ্যে ক্যাটরিনাও সালমা খানের সঙ্গে একটা ছবি তুলেছিলেন। ওই ছবি সলমনের বোন অর্পিতা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। কিন্তু পরে ওই ছবি সরিয়ে দেওয়া হয়। এমনটা কেন হল তা জানা যায়নি। তবে সম্প্রতি অর্পিতার স্বামী এর কারণ জানালেন। এই ছবি 'ভারত' সিনেমার সেটে তোলা হয়েছিল। ছবিতে ক্যাটরিনাকে সালমা খানকে জড়িয়ে ধরে থাকতে দেখা গিয়েছিল। ওই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পরই ইউজাররা বিভিন্ন মন্তব্য করতে শুরু করেন। ক্যাটরিনাকে ট্রোলও করেন ইউজারদের একাংশ। কেউ কেউ তো ‘শাশুড়ি-বউমা’ মন্তব্য পর্যন্ত করে বসেন। আসলে কেউ কেউ এই ছবির মধ্যে সলমন ও ক্যাটরিনার মধ্যে নতুন করে সম্পর্ক তৈরি হওয়ার ইঙ্গিত খুঁজতে শুরু করেন। এরপর অর্পিতা এই ছবি সরিয়ে দেন। সম্প্রতি অর্পিতার স্বামী আয়ূষ এ ব্যাপারে এক প্রশ্নের উত্তরে বলেছেন, ‘জানি না, কেন ছবিটা ডিলিট করা হয়েছে। খুব ভালো ছবি ওটা। আমিও দেখেছি। আসলে ওটা সেটে তোলা ছবি। তাই কোনও ভুল বার্তা যাতে না ছড়ায় সেজন্যই হয়ত ডিলিট করা হয়েছে। কিন্তু ওটা খুব ভালো ছবি ছিল’। সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার, অনুরাগীরা ভারত সিনেমার শ্যুটিংয়ে ক্যাটরিনার বধূ বেশে কয়েকটি ছবিও দেখতে পেয়েছিলেন। হয়ত এ কারণেই অর্পিতা ছবিটি ডিলিট করেছেন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















