New Bengali Film: বাবার পরিচালনায় নায়ক ছেলে, আসছে 'লক্ষ্মী ছেলে'
Lokkhi Chhele: ছবির যে পোস্টার প্রকাশ্যে এসেছে, তাতে একেবারে ভিন্ন লুকে দেখা যাচ্ছে উজানকে। তাঁর কোলে রয়েছে একটি শিশু।
কলকাতা: গতকাল ছিল ড. বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী। আর সেই বিশেষ দিনে উইন্ডোজ প্রোডাকশনসের পক্ষ থেকে প্রকাশ করা হল তাদের আগামী ছবি 'লক্ষ্মী ছেলে'র (Lokkhi Chhele) মুক্তির দিন। সঙ্গে এল নতুন পোস্টার। ছবির ঘোষণা আগেই করা হয়েছিল। তবে, সদ্যই জানা গেল, কবে মুক্তি পেতে চলেছে এই ছবি।
কবে মুক্তি পাবে 'লক্ষ্মী ছেলে'?
সম্প্রতি উইন্ডোজ প্রোডাকশনসের পক্ষ থেকে নতুন পোস্টার শেয়ার করা জানান হয় যে, চলতি বছরই মুক্তি পেতে চলেছে তাদের বহু প্রতীক্ষিত এই ছবি। আগামী ২৬ অগাস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রোডাকশন হাউজ উইন্ডোজের ছবি 'লক্ষ্মী ছেলে' পরিচালনা করছেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly)। আর এই ছবিতে নায়কের ভূমিকায় দেখা যাবে কৌশিক পুত্র উজান গঙ্গোপাধ্যায়কে (Ujan Ganguly)। প্রসঙ্গত, চলতি বছর ফাদার্স ডে-তে কৌশিক গঙ্গোপাধ্যায় তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ছেলে উজানের সঙ্গে একটি ছবি পোস্ট করে জানান যে, প্রথমবার তাঁর পরিচালনায় নায়কের ভূমিকায় দেখা যেতে চলেছে ছেলে উজানকে। ছবির যে পোস্টার প্রকাশ্যে এসেছে, তাতে একেবারে ভিন্ন লুকে দেখা যাচ্ছে উজানকে। তাঁর কোলে রয়েছে একটি শিশু।
আরও পড়ুন - Sreelekha Mitra: হাসপাতালে ভর্তি শ্রীলেখা মিত্র, হঠাৎ কী হল অভিনেত্রীর?
পরিচালক পাভেলের ছবি 'রসগোল্লা' দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ হয় কৌশিক পুত্র উজান গঙ্গোপাধ্যায়ের। সেই ছবিতে তাঁর অভিনয় দক্ষতা প্রশংসিত হয়। 'রসগোল্লা'-র পরে এটি দ্বিতীয় ছবি হতে চলেছে উজানের। ফের তাঁকে নায়কের চরিত্রে দেখার জন্য মুখিয়ে বাংলা ছবির দর্শকেরা।
প্রসঙ্গত, চলতি বছর অভিনেতা এবং পরিচালক দুই ভূমিকাতেই দেখা যেতে চলেছে কৌশিক গঙ্গোপাধ্যায়কে। একদিকে যখন তাঁর পরিচালিত 'লক্ষ্মী ছেলে' ছবির ঘোষণা হল, তখন অন্যদিকে ঘোষণা হল কৌশিক গঙ্গোপাধ্যায় অভিনীত ছবি 'কথামৃত'র। এই ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে অপরাজিতা আঢ্যকে। 'কথামৃত' ছবিতে অপরাজিতা ও কৌশিক রয়েছেন মুখ্য চরিত্রে। পরিচালক জিৎ চক্রবর্তীর এই ছবিকে ঘিরে উচ্ছ্বসিত দর্শকেরা।