এক্সপ্লোর
Advertisement
ঋষি কপূরকে অত্যন্ত শ্রদ্ধা করি, বললেন প্রীতম, জাগ্গা জাসুসের সঙ্গীত পরিচালক
মুম্বই: ঋষি কপূরকে তিনি শ্রদ্ধা করেন। তাঁর ছবি দেখে বড় হয়েছেন। তার থেকেও বড় কথা, ঋষি রণবীর কপূরের বাবা, যাঁর প্রতিভায় তিনি মুগ্ধ, মুগ্ধ ব্যক্তি রণবীরেও। বললেন সঙ্গীত পরিচালক প্রীতম চক্রবর্তী।
জাগ্গা জাসুস বক্স অফিসে তেমন না চলার জন্য ঋষি খোলাখুলি সমালোচনা করেছেন পরিচালক অনুরাগ বসুর। প্রীতমকেও ছাড়েননি, অভিযোগ করেছেন, ছবি মুক্তির মাত্র এক সপ্তাহ আগে ছবির সঙ্গীত জমা দিয়েছেন তিনি। জবাবে প্রীতম বলেছেন, কোনও সাক্ষাৎকারে কী বলা হচ্ছে, তা তিনি বিশ্বাস করেন না। যতক্ষণ না ঋষি তাঁকে এ ব্যাপারে ব্যক্তিগত মেসেজ পাঠাচ্ছেন, এ নিয়ে মাথা ঘামাবেন না তিনি।
রণবীরের সঙ্গে অ্যায় দিল হ্যায় মুশকিল, ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি ও বরফির মত ছবিতে কাজ করেছেন প্রীতম। প্রত্যেকটি হিট। তাঁর কথায়, জাগ্গা জাসুস জটিল ছবি, এমন বিষয় চলচ্চিত্রায়িত করা সহজ ছিল না, সে জন্য সময় লেগেছে। অনুরাগের ছবির প্রতি প্যাশন তাঁর থেকেও বেশি, এই ৪ বছরে সকলে অন্য কোনও না কোনও কাজে হাত দিয়েছেন, একা তিনিই লেগে ছিলেন জাগ্গা জাসুস নিয়ে।
প্রীতমের ধারণা, একটি বিশেষ ছবি হিসেবে বলিউড মনে রাখবে জাগ্গা জাসুসের কথা। অনুরাগ বসু তাঁর মতে জিনিয়াস। বহু পরিচালকের সঙ্গে তিনি কাজ করেছেন, অনুরাগ তাঁদের মধ্যে একেবারে সেরাদের মধ্যে পড়েন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement