Rhea Chakraborty: আলফিয়া জাফরির বিয়ের অনুষ্ঠানে ক্যামেরাবন্দি রিয়া চক্রবর্তী
পরিচালক রুমি জাফরির মেয়ের মেহেন্দি অনুষ্ঠানে ক্যামেরাবন্দি রিয়া চক্রবর্তী। দেখা গেল অভিনেত্রী ক্রিস্টল ডি'সুজাকেও।
মুম্বই: ২০২০ সালটা খুব একটা মসৃণ ছিল না তাঁর। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর এই অভিনেত্রীকে নিয়ে চর্চা নেহাত কম হয়নি। বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী। তবে এই ২০২১ সালের মাঝামাঝি এসে অবশেষে তিনি স্বাভাবিক জীবনে ফিরছেন। হাতে রয়েছে বেশ কিছু ছবির কাজও। এরই মধ্যে সম্প্রতি তিনি ক্যামেরাবন্দি হলেন পরিচালক রুমি জাফরির বাড়িতে।
রুমি জাফরির বাড়িতে এখন বিয়ের আসর বসেছে। সাতপাকে বাঁধা পড়তে চলেছেন তাঁর মেয়ে আলফিয়া জাফরি। সেখানেই মেহেন্দির অনুষ্ঠানে দেখা গেল রিয়া চক্রবর্তীকে। সঙ্গে দেখা গেল অভিনেত্রী ক্রিস্টল ডি'সুজাকেও। উল্লেখ্য, রুমি জাফরির পরবর্তী ছবি 'চেহরে'-তে দু'জনকেই দেখতে পাওয়া যাবে।
ভিডিওয় দেখা যায় রিয়া এবং ক্রিস্টল হলুদ পোশাকে টুইনিং করছেন। হলুদ পোশাকে উজ্জ্বল আলফিয়ার সঙ্গে পোজ দিতে দেখা গেল তাঁদের। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলের স্টোরিতে বন্ধুদের পোস্ট করা তাঁর বিয়ের অনুষ্ঠানের ছবি রি-শেয়ার করেন।
সম্প্রতি নিজের ইনস্টা হ্যান্ডলে এই হলুদ পোশাকেই একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী ক্রিস্টল ডি'সুজা। সঙ্গে ক্যাপশনে অনুরাগীদের উদ্দেশে ছুড়েছেন প্রশ্নবাণ। তাঁর মতো কোনও অনুষ্ঠান বা বিয়েবাড়ির জন্য কারা কারা অত্যুৎসাহিত হয়ে থাকেন, জানতে চেয়েছেন অভিনেত্রী। বোঝাই যাচ্ছে আলফিয়া জাফরির বিয়ে নিয়ে বেশ উচ্ছ্বসিত অভিনেত্রী।
উল্লেখ্য, রুমি জাফরের থ্রিলার ছবি 'চেহরে' মুক্তির অপেক্ষায়। ২০২১ সালের এপ্রিল মাসে সিনেমা হলে মুক্তি পাওয়ার কথা থাকলেও, করোনা অতিমারীর কারণে তা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যায়। ছবিতে রিয়া চক্রবর্তী, ক্রিস্টল ডি'সুজা ছাড়াও দুটি মুখ্য চরিত্রে দেখা যাবে অমিতাভ বচ্চন, ইমরান হাশমিকে।
'ট্রেলারে আমরা অভূতপূর্ব প্রতিক্রিয়া পেয়েছি এবং আমরা এত ভালবাসা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞ। আমরা সিদ্ধান্ত নিয়েছি পরিস্থিতি স্বাভাবিক হলে 'চেহরে' ছবিটা প্রেক্ষাগৃহে নিয়ে আসব দর্শকদের জন্য। শীঘ্রই দেখা হচ্ছে সিনেমা হলে, ততদিন সাবধানে থাকুন, সুস্থ থাকুন।' এক বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয় ছবির টিমের তরফে।