সুশান্তের মৃত্যুর ১ মাস, হোয়াটসঅ্যাপ ডিপি-তে চমকে দিলেন বান্ধবী রিয়া
সুশান্তের মৃত্যুর রহস্যভেদ করতে পুলিশ ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে রিয়াকে। তাঁর সম্পর্কে অনেক নেতিবাচক কথাও সোশ্যাল মিডিয়ায় উঠে আসে।

মুম্বই: ১৪ জুন। রবিবাসরীয় দুপুরটা থমকে গিয়েছিল সুশান্তের মৃত্যুর খবরে। তরতাজা, ঝকঝকে এক জনপ্রিয় অভিনেতার আত্মহত্যার ঘটনা নড়িয়ে দিয়েছিল সারা দেশকে। সেই সঙ্গে উসকে দিয়েছিল আরও হাজারটা প্রশ্ন। সুশান্তের আত্মহননের পিছনের কারণটা কী? কেরিয়ার নিয়ে হতাশা? ইন্ডাস্ট্রিতে কোণঠাসা হয়ে পড়া? নাকি সম্পর্কের টানাপোড়েন?
বারবার আলোচনায় উঠে আসে বান্ধবী রিয়া চক্রবর্তীর নাম, যিনি নাকি লকডাউনে অভিনেতার সঙ্গেই থাকছিলেন বান্দ্রার ফ্ল্যাটে। সুশান্তের মৃত্যুর রহস্যভেদ করতে পুলিশ ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে তাঁকে। রিয়ার সম্পর্কে অনেক নেতিবাচক কথাও সোশ্যাল মিডিয়ায় উঠে আসে।
সুশান্তের মৃত্যুর পর তাঁর বাবা জানান, ছেলের সঙ্গে বিয়ে নিয়ে কথা হয়েছিল তাঁর। সুশান্ত বলেছিলেন, করোনা চলছে, এখন বিয়ে করবেন না, তারপর একটা ছবি আসছে, তার কাজ শেষ হোক। তারপর ফেব্রুয়ারি-মার্চ নাগাদ বিয়ে করে ফেলবেন। এটাই ছেলের সঙ্গে বিয়ে নিয়ে তাঁর শেষ কথা। কার সঙ্গে সুশান্তের বিয়ের কথা হচ্ছিল তা জানাননি তিনি। শুধু বলেছেন, আমরা বলেছিলাম, নিজের পছন্দমত মেয়েকে বিয়ে কর, কারণ তাঁর সঙ্গে তোমায় জীবন কাটাতে হবে।
সেরা শিরোনাম
ট্রেন্ডিং
