টুইটারে খুন ও ধর্ষণের হুমকি,পাল্টা আক্রমণ অভিনেত্রী রিচা চাড্ডার
প্রসঙ্গত, সাম্প্রতিককালে সমাজে বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে। সেই সমস্ত ঘটনাকে মোটেই সমর্থন করেন না রিচা এবং তার যথেষ্ট কড়া ভাষায় সমালোচনাও করেছেন তিনি। তারজন্যে মাঝেমধ্যে অনলাইন পুলিশদের নজরদারি ও রূঢ় আক্রমণের মুখে পড়তে হয় তাঁকে। যদিও এই পুরো বিতর্কের সূত্রপাত গত ৫ মে। সেদিন নিজের টুইটার হ্যান্ডেলে রিচা ঘোষণা করেন, হিন্দুত্ববাদী সংগঠনের সমর্থকদের হাত থেকে অবিলম্বে মুক্তি দরকার, না হলে কোনও ধর্মকেই বাঁচানো যাবে না। হিন্দিতে রিচা টুইট করেন, ভারতে নিরাপদ নয় হিন্দু ধর্মও। হিন্দুত্ববাদী সংগঠনের ছায়া থেকে এখনই হিন্দু ধর্মকে বের করে আনতে হবে। এই টুইটের পরই সমালোচনার মুখে পড়েন রিচা। তবে এক নেটিজেন সব সীমা লঙ্ঘন করে অভিনেত্রীকে ধর্ষণ ও খুনের হুমকি দিয়েছেন। যদিও ট্রোলের মুখে ভয় পাননি রিচা। তাঁর পাশে দাঁড়িয়েছেন স্বারা ভাস্কর, পরিচালক পূজা ভট্ট। তাঁরা রিচাকে এই ধরনের পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখতে বলেছেন, এবং টুইটার কর্তৃপক্ষকেও এধরনের অ্যাকাউন্ট হোল্ডারদের ওপর বিশেষ নজর রাখতে বলেছেন।Hey tweeps!Don’t care about the targeted abuse because there’s a lot of unemployment in the country rn,if someone needs to work for ₹10 per tweet,I don’t judge them.But RAPE AND MURDER threats?Come on @TwitterIndia @Twitter pic.twitter.com/1AS8wlUPWg
— TheRichaChadha (@RichaChadha) May 9, 2018
Dear unemployable,ten rupee troll, I'd like to remind you -ki aap sab ek jaise hain. You're all the same. And also, plz don't try whataboutery with me. Maine abusers ka theka nahi liya hai. All abuse is reprehensible and cowardly. (Dictionary khol ke dekh lo matlab). https://t.co/d6ari09nox
— TheRichaChadha (@RichaChadha) May 9, 2018
You must report this. Twitter needs to take responsibility for this. They cannot provide a platform to people who openly threaten to rape and maim women.
— Pooja Bhatt (@PoojaB1972) May 9, 2018
The kind of abuse and slander @RichaChadha is facing on #Twitter amounts to harassment quite clearly.. @TwitterIndia @Twitter u wanna take some action and block these accounts that clearly violate ur community standards! Shame on this filth and u stay strong Richa! ❤️ pic.twitter.com/DfTckAE4U2
— Swara Bhasker (@ReallySwara) May 9, 2018