Ricky Kej: হাতে তুলে নিলেন তৃতীয় 'গ্র্যামি' পুরস্কার, কে এই রিকি কেজ?
Who is Ricky Kej?: রিকি কেজ গত বছরও এই একই অ্যালবামের জন্য 'বেস্ট ইমারসিভ অডিও অ্যালবাম' বিভাগে একটি গ্র্যামি জিতেছেন। ২০১৫ সালে রিকি তাঁর প্রথম 'গ্র্যামি' বাড়ি নিয়ে যান।
নয়াদিল্লি: অনুষ্ঠিত হল 'গ্র্যামি অ্যাওয়ার্ডস' (Grammy Awards)। আর সেখানে তৃতীয়বার (third time) পুরস্কার জিতলেন ভারতীয় রিকি কেজ (Ricky Kej)। সঙ্গীত পরিচালক (Music Composer) রিকি বেঙ্গালুরুর বাসিন্দা। তাঁর অ্যালবাম 'ডিভাইন টাইডস'-এর (Divine Tides) জন্য তৃতীয় 'গ্র্যামি অ্যাওয়ার্ডস' পেলেন তিনি।
কে এই রিকি কেজ?
পরপর তিন বার। 'গ্র্যামি'র মঞ্চে ভূষিত ভারতীয় সঙ্গীত পরিচালক। মার্কিন মুলুকে জন্মগ্রহণ করেন রিকি তেজ। এই পুরস্কার ভাগ করে নিলেন 'দ্য পোলিস' নামক কিংবদন্তি ব্রিটিশ রক ব্যান্ডের (British rock band The Police) ড্রামার স্টুয়ার্ট কোপল্যান্ডের (Stewart Copeland) সঙ্গে যিনি এই অ্যালবামে কেজের সঙ্গে কাজ করেছেন।
প্রসঙ্গত, রিকি কেজ গত বছরও এই একই অ্যালবামের জন্য 'বেস্ট ইমারসিভ অডিও অ্যালবাম' বিভাগে একটি গ্র্যামি জিতেছেন। ২০১৫ সালে রিকি তাঁর প্রথম 'গ্র্যামি' বাড়ি নিয়ে যান। তাঁর 'উইন্ডস অফ সমসারা' অ্যালবামের জন্য 'দ্য বেস্ট নিউ এজ অ্যালবাম' বিভাগে পুরস্কৃত হন।
View this post on Instagram
এখানেই শেষ নয়, রিকি হচ্ছেন সর্বকনিষ্ঠ ভারতীয় যে গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছেন এবং চতুর্থও বটে। তাঁর কাজের বিস্তীর্ণ তালিকায় রয়েছে ১৬টি স্টুডিও অ্যালবাম যা আন্তর্জাতিক স্তরে মুক্তি পেয়েছে। ৩৫০০-এরও বেশি বিজ্ঞাপন ও চারটি ফিচার ফিল্ম। তার মধ্যে একটি ন্যাচরাল হিস্ট্রির তথ্যচিত্র 'ওয়াইল্ড কর্ণাটক', সেই গল্প বলেছেন স্যার ডেভিড অ্যাটেনবরো।
১৯৮১ সালে উত্তর ক্যালিফোর্নিয়ায় জন্ম নেন রিকি কেজ। তিনি অর্ধেক পাঞ্জাবী ও অর্ধেক মারওয়াড়ি, এবং ৮ বছর বয়স থেকে বেঙ্গালুরুতেই থেকেছেন। সেখানকার 'বিশপ কটন স্কুল'-এ পড়াশোনা শেষ করেছেন এবং 'অক্সফোর্ড ডেন্টাল কলেজ' থেকে দন্তচিকিৎসা নিয়ে পড়েছেন। আপাতত তিনি বিরাজ করছেন খবরের শিরোনামে। দেশের নাম বিশ্বের দরবারে উজ্জ্বল করেছেন তিনি।
অন্যদিকে এই বছরের 'গ্র্যামি অ্যাওয়ার্ডস'-এ 'অ্যালবাম অফ দ্য ইয়ার' হয়েছে হ্যারি স্টাইলসের 'হ্যারিজ হাউজ'। 'বেস্ট নিউ আর্টিস্ট'-এর তকমা পেলেন, 'সামারা জয়'। 'বেস্ট পপ সোলো পারফর্ম্যান্স' বিভাগে জিতলেন অ্যাডিলি 'ইজি অন মি'-এর জন্য। 'বেস্ট ডান্স / ইলেকট্রনিক মিউজিক অ্যালবাম' বিভাগে জয়ী হন বিওন্সে তাঁর 'রেনেসাঁ' অ্যালবামের জন্য।