Riddhi Sen: অভিমান, রাগ, ভালোবাসার ২৮ বছর, কৌশিক-রেশমীর বিয়ের জন্মদিন নিয়ে লিখছেন ঋদ্ধি
Kaushik Sen and Reshmi Sen's Marriage Anniversary: আজ সোশ্যাল মিডিয়ায় ঋদ্ধি লেখেন, 'আমার ‘আমি’ হওয়ার অতীত থেকে ক্যামেরায় নিজে হাতে বর্তমানকে সজাগ অতীত করে রাখার মধ্যে কাটল ২৮ বছর
কলকাতা: অভিনয়ের মতোই ঝরঝরে তাঁর লেখনী। পরিবারের ছোট ছোট মুহূর্তকে অনায়াস লেখনীতে তুলে ধরেন তিনি। ঋদ্ধি সেন (Riddhi Sen)। তাঁর বাবা-মায়ের বিবাহবার্ষিকীর দিনে তাঁদের নিয়ে নিজের আবেগ লিখলেন অভিনেতা। শুধু তাই নয়, শেয়ার করে নিলেন বাবা-মা কৌশিক সেন (Kaushik Sen) আর রেশমী সেন (Reshmi Sen)-এর বিয়ের ছবি থেকে শুরু করে বর্তমানের রসায়নের ছবিও।
আজ সোশ্যাল মিডিয়ায় ঋদ্ধি লেখেন, 'আমার ‘আমি’ হওয়ার অতীত থেকে ক্যামেরায় নিজে হাতে বর্তমানকে সজাগ অতীত করে রাখার মধ্যে কাটল ২৮ বছর l হাসিটা একই রকম , অভিমান, রাগ, ভালোবাসা, ভরসা, চিন্তা, স্বপ্ন, বন্ধুত্ব সব একদিন ভবিষ্যতে অতীত হবে জেনেও এই হাসি, ২৮ পেরিয়ে এগিয়ে যাওয়া আরেকটু , সংখ্যার জালের বাইরে, বর্তমানের ভেলায় হাত ধরে এগিয়ে যাওয়া আরেকটু অজানা প্রান্তরে , অনিশ্চয়তার থেকে বড় নিশ্চয়তা আর কিসেই বা আছে? তাই এই প্রাণখোলা হাসিটা বজায় থাক l শুভ বিবাহবার্ষিকী l'
আরও পড়ুন: Lata Mangeshkar: লতা মঙ্গেশকরের স্মৃতিতে নামকরণ হোক মেমোরিয়ালের, আর্জি পরিবারের
তবে এই প্রথম নয়, ঋদ্ধির প্রোফাইলে হামেশাই ভেসে ওঠে পুরনো ছবির কোলাজ। কখন বাবার জন্মদিনে, কখনও আবার পরিবারের বিশেষ দিনে, ঋদ্ধি মনের কথা লিখে ফেলেন অনায়াসেই। আজ সোশ্যাল মিডিয়াতেও ঋদ্ধির লেখনীর প্রশংসা করেছেন নেটিজেনরা। ঋদ্ধি যে দুটো ছবি শেয়ার করেছেন, তার একটি কৌশিক ও রেশমীর বিয়ের ছবি, অন্যটি বর্তমানে একটি রেস্তোরাঁয় বসে রয়েছেন দুজনে, মুখে অমলীন হাসি।
View this post on Instagram