Riddhi Wishes Surangana: 'যথেষ্ট হবে না কখনও জেনেও সময়ের ধরি হাত', সুরঙ্গনাকে জন্মদিনে বিশেষ শুভেচ্ছা ঋদ্ধির
Happy Birthday Surangana: 'যদি সময় শিশিতে জমিয়ে রাখতে পারতাম রোদে শুকোনো আমলকির মতো, জমিয়ে রাখতাম শীতকালের অপরাহ্নের রোদ্দুরটাও, স্মৃতিহীনতার ঘুম ভাঙানোর জন্য।'
কলকাতা: প্রিয় মানুষের জন্মদিন। তাঁর জন্য বিশেষ পোস্টে শুভেচ্ছা তো থাকবেই। সেই সঙ্গে বিশেষ একটি ছবি। আজ জন্মদিন অভিনেত্রী সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়ের (Happy Birthday Surangana Bandyopadhyay)। তাঁদের একসঙ্গে অভিনীত সিনেমা 'ওপেন টি বায়োস্কোপ'-এর একটি ছবি পোস্ট করে শুভেচ্ছা জানালেন ঋদ্ধি সেন (Riddhi Sen)।
সুরঙ্গনাকে বিশেষ শুভেচ্ছা ঋদ্ধির
'যদি সময় শিশিতে জমিয়ে রাখতে পারতাম রোদে শুকোনো আমলকির মতো, জমিয়ে রাখতাম শীতকালের অপরাহ্নের রোদ্দুরটাও, স্মৃতিহীনতার ঘুম ভাঙানোর জন্য।' সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে এভাবেই বিশেষ পোস্ট লিখলেন অভিনেতা ঋদ্ধি সেন।
ঋদ্ধির পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে শাস্ত্রীয় নাচের পোশাকে রিক্সায় বসে সুরঙ্গনা। তাঁর দিকে অকপলক দৃষ্টিতে তাকিয়ে ঋদ্ধি। অভিনেতার পরনে টিশার্ট, প্যান্ট। দেখলেই একবারে ঠাহর করা যাবে ছবিটি 'ওপেন টি বায়োস্কোপ'-এর ছবি। এই ছবি যে তাঁদের জীবনে অনেকটা জায়গা জুড়ে আছে তা বারবার তাঁদের পোস্টেই প্রকাশ পেয়েছে।
এদিনের পোস্টে ঋদ্ধি আরও লেখেন, 'যদি না বলা কথার মালা সাজাতে পারতাম, ভোরবেলা তুলে নেওয়া ফুলের মতো। তবে কথার ভিড়ে ঝরে যায় অতলস্পর্শী চুম্বনগুলো, না বলা কথাও আজ বিজ্ঞাপন বা পণ্য। সময়ে জানে না সুসময় সে কুসময়ে নাকি অসময়, লিখে যায় শুধু বিদায়ের বৃত্তান্ত। যথেষ্ট হবে না কখনও জেনেও সময়ের ধরি হাত, তোমার সাথেই ফুরিয়ে যাওয়ার জন্য।'
View this post on Instagram
অভিনেতার পোস্টে সুরঙ্গনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন টলিপাড়ার একাধিক তারকা। সোহিনী সরকার, শুভশ্রী গঙ্গোপাধ্যায় তাঁদের মধ্যে অন্যতম।
আরও পড়ুন: Kangana-Madhavan: ফের বড়পর্দায় কঙ্গনা-মাধবন, সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার ছবির কাজ শুরু চেন্নাইয়ে
প্রসঙ্গত, অভিনয়ের পাশাপাশি সুরঙ্গনা কণ্ঠে গানও বেশ জনপ্রিয়। তিনি একাধিক ছবির গানে গলা দিয়েছেন। পর্দায় অভিনয়ের পাশাপাশি মঞ্চেও অভিনয় করেন তিনি। যদিও তিনি প্রথম শুরু করেন নৃত্যশিল্পী হিসেবে। ৯ বছর বয়সে জনপ্রিয় ডান্স রিয়্যালিটি শো 'ডান্স বাংলা ডান্স জুনিয়র'-এর প্রতিযোগী ছিলেন তিনি। সম্প্রতি তাঁকে অনির্বাণ ভট্টাচার্য পরিচালিত 'বল্লভপুরের রূপকথা' ছবিতে দেখা গিয়েছিল সত্যম ভট্টাচার্যের বিপরীতে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।