Riddhima-Gourav: 'সাত বছরের বিবাহিত জীবনে...', গৌরবকে নিয়ে মনের কথা অকপটে বললেন ঋদ্ধিমা
Riddhima Ghosh and Gourav Chakraborty: দুজনেই ভীষণ ঘুরতে ভালবাসেন, একটু ছুটি পেলেই বেরিয়ে পড়েন
কলকাতা: বিয়ের আগে সাত বছরের প্রেম, আর তারপরে, সাত বছরের বিবাহিত সম্পর্ক। সদ্যই দুই থেকে তিন হয়েছেন তাঁরা। কোলে এসেছে একরত্তি পুত্রসন্তান। আর এবার, বিবাহবার্ষিকীতে সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ মন জুড়নো ছবি শেয়ার করে নিলেন অভিনেতা গৌরব চক্রবর্তী (Gaurav Chakrabarty) ও ঋদ্ধিমা ঘোষ (Riddhima Ghosh)। সেখানে তাঁরা দুজন তো রয়েছেনই, সঙ্গে রয়েছে ছোট্ট ধীর। সোশ্যাল মিডিয়ায় এই ছবিগুলি শেয়ার করে নিয়ে একটি লম্বা নোট লিখেছেন ঋদ্ধিমা। কী রয়েছে তাতে?
ঋদ্ধিমা সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করে লিখেছেন, 'একসঙ্গে থাকার ১৪ বছর আর বিবাহিত হিসেবে সাত বছর। গোটা জীবনটা যদি এরকম দেখতে হয়, তাহলে তো বলব আমরা যেন ভেবেছিলাম, জীবনটা তার চেয়ে অনেক বেশি মিষ্টি। সাত বছরের ভালবাসা, মন্দবাসা, ঝগড়া এই সবকিছুর পরেও আমাদের মধ্যে ছোট্ট একজন এসেছে। জীবনটা হেসে খেলে এভাবেই চলতে থাকুক, সমস্যা আসুক আবার কেটেও যাক। চিয়ার্স ২ আস.. পার্টনার ইন ক্রাইম, চেঁচামেচি এবং একসঙ্গে থাকার চিরকালীন সাথী'।
দুজনেই ভীষণ ঘুরতে ভালবাসেন, একটু ছুটি পেলেই বেরিয়ে পড়েন। জীবনে ছোট্ট ছেলে ধীর আসার পরেও সেই রুটিনে কিন্তু ছেদ পড়েনি। কয়েকমাস আগেই ধীরকে নিয়ে দার্জিলিং গিয়েছিলেন ঋদ্ধিমা ও গৌরব। এই জায়গা নিয়ে গৌরব ও ঋদ্ধিমা দুজনেরই একটা আবেগ ছিল। কেন? কারণ কাঞ্চনজঙ্ঘাকে সাক্ষী রেখে ঋদ্ধিমাকে প্রেম নিবেদন করেছিলেন গৌরব। আর ছেলে ধীরকে নিয়ে তাঁরা ফিরে গিয়েছিলেন সেখানেই।
গৌরব এবং ঋদ্ধিমা একটি কুকিং শো করছেন একসঙ্গে। মাসের মধ্যে কয়েকদিন মাত্র শ্যুটিং করতে হয় এই শো-এর জন্য। বাকি সময়টা ছোট্ট ধীরকে দেন ঋদ্ধিমা। অন্যদিকে গৌরব বর্তমানে চুটিয়ে কাজ করছেন। ঋদ্ধিমা বর্তমানে বেশিরভাগ সময়টাই কাটাচ্ছেন ধীরের সঙ্গে। ধীর একটু বড় হলে তিনি পুরদস্তুর কাজে ফিরবেন।
View this post on Instagram
আরও পড়ুন: Vijay-Tamannaah: মুম্বইতে নতুন ঠিকানা খুঁজছেন বিজয়-তমন্না, আগামী বছরই সাত পাক?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।