এক্সপ্লোর
Advertisement
ছেলে ব্যাচেলর, যার সঙ্গে খুশি ঘুরতে পারে, রণবীর-মাহিরা প্রসঙ্গে বললেন ঋষি
মুম্বই: নিউ ইয়র্কে রণবীর কপূর ও পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানকে একসঙ্গে দেখা যাওয়ায় ব্যাপক উত্তেজিত নেট দুনিয়া। সব্বার আলোচনার বিষয়বস্তু এখন রণবীর-মাহিরা। সকলের প্রশ্ন, তাহলে কি রণবীর প্রেম করছেন এই পাকিস্তানি নায়িকার সঙ্গে। মাহিরার পোশাক আর হাতের সিগারেট নিয়ে পাকিস্তানিরা অবশ্য বেজায় অসন্তুষ্ট। তারা তাঁর যাচ্ছেতাই নিন্দে করছে।
কিন্তু এত রকম হইচইয়ের মধ্যে একদম কুল রণবীরের বাবা ঋষি। প্রথমে এ নিয়ে তিনি মুখ খুলতেই চাননি। পরে ঋষি কপূর বলেছেন, তিনিও দেখেছেন মাহিরার সঙ্গে ছেলের ছবি। এতে বিন্দুমাত্র উদ্বিগ্ন নন তাই তাঁকে এ সব থেকে বাইরে রাখাই ভাল। ঋষির পরামর্শ, ছবিতে যাকে দেখা যাচ্ছে তাকে বরং এ নিয়ে জিজ্ঞাসা করুন।
পরে অবশ্য ঋষি বলেন, টুইটারে তিনি রণবীর-মাহিরার ছবি দেখেছেন, ইনস্টাগ্রাম বা ফেসবুকে নয়, কারণ ওই দুই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তিনি নেই। ছবিগুলি তিনি আগে দেখেননি, এ ব্যাপারে কিছু জানাও ছিল না। তবে হ্যাঁ, রণবীর তরুণ, অবিবাহিত, ব্যাচেলর। সে যার সঙ্গে খুশি দেখা করতে পারে, যদি লোকে তার ব্যক্তিগত ব্যাপারে নাক গলানোর চেষ্টা করে, সেটা ঠিক হবে না। এ নিয়ে তিনি আর কিছু বলবেন না, কারণ রণবীর একজন তরুণ, তার যে কোনও মেয়ের সঙ্গে ঘোরার স্বাধীনতা রয়েছে।
তবে ছেলের সঙ্গে মাহিরার প্রেমের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন তিনি। তাঁর কথায়, যদি ওরা প্রেম করত, মুম্বইয়ের লোক জানতে পারত না? যদি রাজকুমার হিরানির ছবি করার সময় নিউ ইয়র্কে জুলাইতে ওদের দেখা হয়ে থাকে, এতদিনে সকলে জানতে পারতাম না? ওদের তো মুম্বইতেও ছবি পাওয়া যেত। তাই এ সব গুজব ভিত্তিহীন। দাবি করেছেন ঋষি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement