Ritabhari Chakraborty: স্কুলের খুদেদের গালে আবির দিয়েই রঙের উৎসবে সামিল ঋতাভরী
দুর্গাপুজো হোক বা ক্রিসমাস, এই খুদেদের ছাড়া কোনও উৎসবই যেন ভাবতে পারেন না ঋতাভরী চক্রবর্তী (Ritabhori Chakraborty)। সব উৎসবের আগেই তাই ছুটে যান এই একরত্তিদের কাছে।
কলকাতা: দুর্গাপুজো হোক বা ক্রিসমাস, এই খুদেদের ছাড়া কোনও উৎসবই যেন ভাবতে পারেন না ঋতাভরী চক্রবর্তী (Ritabhori Chakraborty)। সব উৎসবের আগেই তাই ছুটে যান এই একরত্তিদের কাছে। সময়ে সময়ে হাতে তুলে দেন উপহার, নতুন জামা। আজ দোল। রঙের উৎসব। আজকের দিনটাও বাদ গেল না। লাল সালোয়ার কামিজে, মাথায় গোলাপ গুঁজে ঋতাভরী হাজির হলেন তাঁর স্কুলে। হাতে আবিরের থালা, মুখে মিষ্টি হাসি। ছোটদের গালে আলতো করে ছুঁইয়ে দিলেন আবির রঙ। প্রিয় মানুষকে কাছে পেয়ে খুশি তারাও। ছোট্ট ছোট্ট হাতে রাঙিয়ে তুলল ঋতাভরীর গালও। হাসিমুখে সব আবদার মেটালেন নায়িকা।
সদ্য নতুন ছবির খবর জানিয়েছেন ঋতাভরী। আবিরের সঙ্গে জুটি বেঁধে এক 'ফাটাফাটি' গল্প বলবেন তিনি। আর ২০২২ সালের নারী দিবসে ফের একবার নারীকেন্দ্রিক ছবি নিয়ে হাজির উইন্ডোজ প্রোডাকশন হাউস' (Windows Production House)। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় নিবেদিত এবং অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত ছবি 'ফাটাফাটি'-এর (Fatafati) ঘোষণা করা হয়েছে ইতিমধ্যেই।
এই ছবির হাত ধরে দ্বিতীয়বার জুটি বাঁধছেন দুই অভিনেতা ও প্রযোজনা সংস্থা। ঋতাভরীর সঙ্গে 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি' এবং আবীরের সঙ্গে 'মনোজদের অদ্ভুত বাড়ি' ছবির পর এই দ্বিতীয়বার উইন্ডোজ জুটি বাঁধছে।
আরও পড়ুন: বসন্ত উৎসবে মঞ্চ মাতালেন 'লক্ষ্মীকাকিমা' অপরাজিতা, দর্শক দেবশঙ্কর
ঋতাভরী চক্রবর্তীর কথায়, 'আমি "ব্রহ্মা জানেন গোপন কম্মটি" ছবি করে প্রচণ্ড গর্ববোধ করি। শুধুমাত্র তার বক্সঅফিস সাফল্যের জন্য নয়, বরং এই ছবিটি সমাজে যে বদল এনেছিল তার জন্য। এই ছবির সঙ্গেও আমি আশা করছি সমাজের প্রত্যেক ঘরে ঘরে একটা বার্তা পৌঁছে দিতে পারব। আমি যে টিমের সঙ্গে কাজ করছি তাঁদের ওপর আমার পূর্ণ ভরসা আছে তাছাড়া আমি ওঁদের সঙ্গে ফের কাজ করতে পেরে খুবই খুশি।'
'ফাটাফাটি' ছবিটি এক প্লাস সাইজ মডেলকে ঘিরে এবং বডি-শেমিংয়ের মতো জরুরি সমস্যার কথা তুলে ধরবে। জিনিয়া সেনের গল্প ও স্ক্রিনপ্লে এবং সংলাপ লিখেছেন সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়। শিবপ্রসাদ মুখোপাধ্যায় বলেন, 'উইন্ডোজ সবসময় চেষ্টা করে এমন অরিজিন্যাল কনটেন্ট তৈরি করতে যার বিশেষ মানে আছে। তেমনই একটি ছবি দর্শকদের কাছে আনতে পারায় আমরা খুশি। এই ছবি জরুরি ও মনোরঞ্জক।'
">