Ritabhari Update: করোনা নেগেটিভ মা ও দিদি, সোশ্যাল মিডিয়ায় জানালেন ঋতাভরী
করোনা থেকে সেরে উঠেছেন জীবনের সবচেয়ে প্রিয় দুজন মানুষ। সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করে সেই খবর দিলেন উচ্ছ্বসিত ঋতাভরী চক্রবর্তী। তিনজনের একসঙ্গে ছবি পোস্ট করলেন নায়িকা।
কলকাতা: করোনা থেকে সেরে উঠেছেন জীবনের সবচেয়ে প্রিয় দুজন মানুষ। সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করে সেই খবর দিলেন উচ্ছ্বসিত ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। তিনজনের একসঙ্গে ছবি পোস্ট করলেন নায়িকা।
সুস্থ হয়ে উঠেছেন ঋতাভরী চক্রবর্তীর দিদি চিত্রাঙ্গদা (Chitrangada) ও মা শতরূপা সান্যাল (Satarupa Sanyal)। সোশ্যাল মিডিয়ায় আজ মা ও দিদির সঙ্গে ছবি পোস্ট করেছেন ঋতাভরী। লিখেছেন, 'সবার প্রার্থনা ও ভালোবাসার জন্য ধন্যবাদ। আমার মা আর দিদির করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। ওরা দুজনেই সুস্থ আছে। সবাই সাবধানে থাকুন আর সুস্থ থাকুন।' টলিউডে করোনার তৃতীয় ঢেউয়ে প্রথমেই আক্রান্ত হয়েছিলেন ঋতাভরীর মা ও দিদি। নতুন বছরে দিদি ও মায়ের সঙ্গে দেখা হয়নি নায়িকার। অন্য ফ্ল্যাটে আইসোলেশনে ছিলেন তাঁরা। করোনা কাটিয়ে উঠেই ফের তিনজনে একসঙ্গে। স্য়ানিটাইজ করা হয়েছে তাঁদের ফ্ল্যাটও।
আরও পড়ুন: 'সমালোচনার শিকার হচ্ছি ছোটবেলা থেকে', বিস্ফোরক সারা আলি খান
অন্যদিকে, করোনামুক্ত (Corona Negative) ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিনেত্রী জানালেন, আজ থেকেই কাজে যোগ দিচ্ছেন তিনি। গত ৮ জানুয়ারি করোনা আক্রান্ত হয়েছিলেন ঋতুপর্ণা। কেবল তিনি নন, আক্রান্ত হয়েছিলেন পরিবারের বাকিরাও। তিন দিনের মাথাতেই সুস্থতার খবর দিলেন অভিনেত্রী। আজ সোশ্যাল মিডিয়ায় লাল শাড়ি পরা নিজের একটি ছবি আপলোড করেন ঋতুপর্ণা। ক্যাপশানে লেখেন, 'হ্যালো, আমি এখন সম্পূর্ণভাবে সুস্থ। আজ থেকেই কাজে যোগ দিচ্ছি। সবার প্রার্থনা ও ভালোবাসার জন্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।' অভিনেত্রীর পোস্ট শুভেচ্ছাবার্তায় ভরিয়েছেন অনুরাগীরা। দ্বিতীয়বার সংক্রমণ থেকে তাড়াতাড়ি সেরে ওঠায় খুশি অভিনেত্রীর অনুরাগীরা।
করোনামুক্ত হয়েছেন দেবও (Dev)। সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে দেব জানিয়েছিলেন, তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে সকলের সুরক্ষার কথা ভেবে এখনও কয়েকটা দিন নিভৃতবাসেই কাটাবেন দেব। এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে টলিউড সুপারস্টার দেব লেখেন, 'করোনা পরীক্ষা করালাম। আর পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। তারপরও বাড়িতেই সাত দিনের আইসোলেশনের মেয়াদ পূর্ণ করব। প্রত্যেকের ভালোবাসা এবং প্রার্থনার জন্য অনেক ধন্যবাদ। সকলে মাস্ক পরে থাকুন। এটাই একমাত্র উপায় যার মাধ্যমে আমরা করোনার সঙ্গে লড়াই করতে পারি। সকলে নিজের খেয়াল রাখুন।' অভিনেতার এই পোস্ট দেখে কিছুটা স্বস্তিতে অনুরাগীরা। তাঁরা অভিনেতার সম্পূর্ণ সুস্থতা কামনা করছেন।