Ritabhori Chakraborty: দুবাইয়ের ফুলের বাগানে সময় কাটাতে ঋতাভরী বাছলেন ফ্লোরাল গাউন, টিয়ারা
Ritabhori Chakraborty: আপাতত তাঁর ঠিকানা কলকাতা (Kolkata) নয়, দুবাই (Dubai)। ছুটি কাটাতে এখন শহর থেকে অনেক দূরে ঋতাভরী চক্রবর্তী (Ritabhori Chakraborty)। দুবাইতে ছুটি কাটাচ্ছেন টলিউডের 'বং ক্রাশ'।
কলকাতা: আপাতত তাঁর ঠিকানা কলকাতা (Kolkata) নয়, দুবাই (Dubai)। ছুটি কাটাতে এখন শহর থেকে অনেক দূরে ঋতাভরী চক্রবর্তী (Ritabhori Chakraborty)। দুবাইতে ছুটি কাটাচ্ছেন টলিউডের 'বং ক্রাশ'। সোশ্যাল মিডিয়ায় ছুটি কাটানোর তরতাজা ছবি ভাগ করে নিয়েছেন তিনি। সেখানে কখনও তাঁকে দেখা গেল একাই কফিশপে সময় কাটাতে, আবার কখনও ফুলের বাগানে রঙ ছড়ালেন তিনিও।
সদ্য সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি ভাগ করে নিয়েছেন তিনি। দুবাই ঘুরতে গিয়ে 'দুবাই মিরাকেল গার্ডেন'-এ বেশ কিছুটা সময় কাটিয়ে এসেছেন তিনি। অপূর্ব সেখানকার ফুলের সাজ। কেবল গাছ কেটে ও ফুল সাজিয়েই সেখানে গড়ে তোলা হয়েছে হেলিকপ্টার থেকে শুরু করে টেডিবিয়ার ও অন্যান্য বিভিন্ন জিনিস। পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে ফুলের সাজেই সেজেছিলেন তিনি। ফ্লোরাল গাউনের সঙ্গে মাথায় পরেছিলেন গোলাপি ফুলের মানানসই ফ্লোরাল হেডব্যান্ড বা টিয়ারা।
আরও পড়ুন: Spy Bahu: 'স্পাই বহু'র সঙ্গে পরিচয় করালেন করিনা কপূর খান
সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি ভাগ করে নিয়েছেন তিনি। সেখানে দেখা যাচ্ছে, ফুলের বাগানে খেলা করছেন তিনি। হলুদ পোশাকে ঝলমল করছেন তিনি। ফুলের ঔজ্জ্বল্যকে পাল্লা দিচ্ছে তাঁর মুখের হাসি। সোশ্যাল মিডিয়ায় ঋতাভরীর এই ছবি দেখে উচ্ছ্বসিত অনুরাগীরাও। কমেন্টবক্সে তাঁরা প্রশংসা করেছেন সেইসব ছবির।
সদ্য সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি ভাগ করে নিয়েছেন ঋতাভরী। কালো পোশাকে একটা কফিশপে বসে রয়েছেন তিনি। কালো রোদচশমা চোখ ঢেকেছেন, সামনে প্রিয় কফি আর খাবার। ছবি শেয়ার করে ঋতাভরী লিখেছেন, 'কফি এবং আরও অনেক কিছু। সেইসঙ্গে তিনি যোগ করে দিয়েছেন 'দুবাই ডায়েরিজ' কথাটা।
সামনেই নতুন ছবির শ্যুটিং। তবে এখনও আনুষ্ঠানিক ঘোষণা না হওয়ায় সেই ছবি নিয়ে মুখ খুলতে নারাজ নায়িকা। তবে তার আগে ছুটি কাটিয়ে শহরে ফিরতে চান তিনি।
সদ্য শ্যুটিং ফ্লোর থেকে একটি মজার রিল ভিডিও শেয়ার করেছিলেন ঋতাভরী। লাল বেনারসি, ভারি গয়নায় সেজেছেন ঋতাভরী চক্রবর্তী। বিশাল ঝাড়লন্ঠনের নিচে দাঁড়িয়ে রয়েছেন তিনি। আবহসঙ্গীতের সঙ্গে তাল মিলিয়ে 'ওম শান্তি ওম' (Om Shanti Om) ছবির ক্লাইম্যাক্সের সেই পরিচিত সংলাপ বলছেন ঋতাভরী। 'ইসি ঝুমর কে নীচে মিলেগি শান্তি কি লাশ'। অর্থাৎ, এই ঝাড়লন্ঠনের নিজেই পাওয়া যাবে শান্তির লাশ।