Ritaparna Sengupta: 'বরসো রে...', শ্যুটিং সেরে হাঁটুজল রাস্তায় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, পোস্ট করলেন ভিডিও
Rituparna Sengupta in Rainy Kolkata: সোমবার প্রবল বৃষ্টিতে ভিজেছে শহর কলকাতা। রাতে একাধিক স্থানেই জমে জল। যানজটেরও সৃষ্টি হয় একাধিক স্থানে। তার মাঝেই শ্যুটিং প্যাক আপ হয় ঋতুপর্ণা সেনগুপ্তের।
কলকাতা: তীব্র দহনজ্বালা পুড়ছিল বঙ্গবাসী। কোথাও এতটুকু স্বস্তি ছিল না। সেই আবহে প্রথম শান্তির বৃষ্টি মিলল সোমবার। এদিন রাজ্যজুড়ে একাধিক স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়। শহরবাসীর প্রাণ জুড়োয়। তবে সেই সঙ্গে একাধিক স্থানে জমে জলও। ঝোড়ো হাওয়া ও ঝেঁপে বৃষ্টির ফলে শহরেরই একাধিক রাস্তা জলমগ্ন হয়। সেই জলে পা ডোবাতে হল অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। জমা জলে পা দিয়ে কি বিরক্ত নায়িকা না কি উপভোগই করলেন মরশুমের প্রথম বৃষ্টি?
জমা জলে পা ডুবিয়ে পথে হাঁটছেন ঋতুপর্ণা, ভিডিও পোস্ট অভিনেত্রীর
সোমবার প্রবল বৃষ্টিতে ভিজেছে শহর কলকাতা। রাতে একাধিক স্থানেই জমে জল। যানজটেরও সৃষ্টি হয় একাধিক স্থানে। তার মাঝেই শ্যুটিং প্যাক আপ হয় টলিউডের তারকা অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের। মঙ্গলবার সকালে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেন তিনি। দেখা যাচ্ছে তাঁর পরনে একটি ড্রেস, গায়ে জড়ানো শাল। রাস্তায় বৃষ্টির জমা জল প্রায় ছুঁয়েছে অভিনেত্রীর হাঁটু। খানিকটা একা হেঁটে আসার পর তাঁর সহকারী এক ব্যক্তি তাঁকে হাত ধরে এগিয়ে নিয়ে যাচ্ছেন গাড়ির দিকে। পিছনে রয়েছেন এক মহিলাও।
ভিডিও পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লেখেন, 'শ্যুটিং প্যাক আপের পর... গতকাল বৃষ্টির জলজমা রাস্তায়!! প্রথম বৃষ্টি।' তবে এমন পরিস্থিতিতে বিশেষ বিরক্ত হয়েছেন নায়িকা, এমন মনে হচ্ছে না। ক্যাপশনে উল্লেখ করেন, 'প্রথম বৃষ্টি'র কথা। ভিডিওয় গান জুড়েছেন 'বরসো রে মেঘা মেঘা...'। সেই সঙ্গে তাঁর অভিব্যক্তি দেখেও মনে হবে যে ভালই উপভোগ করছেন তিনি মরশুমের প্রথম বর্ষণ।
View this post on Instagram
অন্যদিকে সোম-সন্ধ্যার তুমুল ঝড়বৃষ্টিতে (Disaster Death In West Bengal) গোটা রাজ্যে অন্তত ৯ জনের প্রাণহানি হয়েছে, সোশ্যাল মিডিয়ায় তথ্য় দিয়ে শোকপ্রকাশ করলেন রাজ্য়ের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee On Disaster Death)। এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এঁদের মধ্যে পূর্ব বর্ধমান জেলায় ৫ জনের মৃত্যু হয়েছে। পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়া জেলায় ২ জন করে বাসিন্দার মৃত্যু হয়েছে। এখানেই শেষ নয়। মুখ্যমন্ত্রী আরও জানান, এদিন নদীয়া জেলায় দেওয়াল ভেঙে ২ জন মারা যান। দক্ষিণ ২৪ পরগনায় মৃত্যু হয় ১ জনের।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।