Riteish Deshmukh: শাহরুখ খানের বাড়িতে অতিথিদের কখন খেতে দেওয়া হয়? ফাঁস করলেন রীতেশ
Bollywood Celebrity Updates: সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহরুখ খানের বাড়ির গোপন তথ্য ফাঁস করলেন রীতেশ। জানালেন, পার্টি চললে অতিথিদের কখন খেতে দেওয়া হয়।
মুম্বই: বলিউডের বাদশা শাহরুখ খানের (Shah Rukh Khan) বাড়ির পার্টি নানা সময়ই খবরের শিরোনামে আসে। দীপাবলির (Diwali) পার্টি হোক আর অন্য কোনও উৎসব। পার্টির থিম থেকে অতিথি তালিকা নজর কাড়ে। শাহরুখ খানের বাড়ির পার্টিতে নানা সময়ই অতিথি হিসেবে উপস্থিত থাকতে দেখা যায় আর এক বলিউড অভিনেতা রীতেশ দেশমুখকে (Reteish Deshmukh)। দুই তারকার অফস্ক্রিন সম্পর্ক বেশ ভালো। সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহরুখ খানের বাড়ির গোপন তথ্য ফাঁস করলেন রীতেশ। জানালেন, পার্টি চললে অতিথিদের কখন খেতে দেওয়া হয়।
শাহরুখ খানের বাড়ির গোপন তথ্য-
সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড অভিনেতা রীতেশ দেশমুখকে শাহরুখ খানের বাড়ির অজানা কিছু তথ্য জানানোর আর্জি জানানো হয়েছিল। মন্নতে যখন অনেক মানুষের ভিড় জমে, তখন সেখানে কী হয়? প্রসঙ্গে রীতেশ বলেন, 'মন্নতে যখনই কোনও গেট টুগেদার থাকে, অতিথিদের খাবার দেওয়া হয় রাত ৩টের সময়।' এর পাশাপাশি শাহরুখ খানের সম্পর্কেও অজানা তথ্য প্রকাশ করেন তিনি। বলেন, 'যখনই কেউ পার্টি থেকে বেরিয়ে যান, নিজের গাড়ির দিকে হাঁটা দেন, কখনও তিনি আসেন। গাড়ি পর্যন্ত এসে গাড়ির দরজা খুলে দেন। এবং গুডবাই জানান। আর তিনি হলেন শাহরুখ খান।'
আরও পড়ুন - Mika Singh: গোটা একটা দ্বীপই কিনে ফেললেন মিকা সিংহ?
প্রসঙ্গত, কিছুদিন আগেই কর্ণ জোহরের চ্যাট শো 'কফি উইথ করণ'-এ এসেছিলেন শাহরুখ পত্নী গৌরী খান। সেখানেই শাহরুখ খানের এই স্বভাব নিয়ে তিনি কথাও বলেন। গৌরী বলেন, 'পার্টি শেষের পর প্রত্যেক অতিথিকে গাড়িতে তুলে বিদায় জানানো ওর (শাহরুখ খান) অভ্যাস। কখনও কখনও তো আমার এমনও মনে হয় যে, পার্টি চলাকালীন ও যে অনেক বেশি বাইরে সময় কাটাচ্ছে। তখন সকলে ওর দিকে আসার পথের দিকে তাকিয়ে থাকেন। এতে আমার মনে হয়, আমরা ঘরের থেকে যেন বাইরে বেশি পার্টি করছি।'
অন্যদিকে, রীতেশ দেশমুখকে শেষবার পর্দায় দেখা গিয়েছে 'প্ল্যান এ প্ল্যান বি' ছবিতে। যদিও এটি প্রেক্ষাগৃহে নয়, মুক্তি পেয়েছিল ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে। এই ছবিটি পরিচালনা করেছেন রহজ অরোরা। রীতেশ দেশমুখ ছাড়াও এই ছবিতে দেখা গিয়েছে তামান্না ভাটিয়া, পুনম ধিলোঁ, কুশা কপিলাকে। চলতি বছর রীতেশের বেশ কয়েকটি ছবি মুক্তি পেতে চলেছে।