Rituparna Sengupta Exclusive: অভিনেত্রী নয়, চিরকাল শিক্ষিকা হতে চেয়েছিলাম: ঋতুপর্ণা সেনগুপ্ত
Actress Rituparna Sengupta Exclusive: সামনেই মুক্তি পাচ্ছে তাঁর নতুন ছবি 'মহিষাসুরমর্দিনী'। এই ছবিতে একজন মহাকাশচারীর ভূমিকায় দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে
কলকাতা: তাঁর পরিবারের টলিউডের সঙ্গে কোনও যোগ ছিল না। পরিবারে তিনিই প্রথম অভিনয়ে আসেন। কিন্তু একটা সময় বলিউড ইন্ডাস্ট্রিতে নায়িকা হিসেবে কার্যত দাপটের সঙ্গে কাজ করেছেন যিনি, তিনি নাকি অভিনয়ে আসার পরিকল্পনাই করেননি কোনোদিন! ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। অভিনেত্রী নয়, ঋতুপর্ণা নাকি চেয়েছিলেন শিক্ষিকা হতে!
সামনেই মুক্তি পাচ্ছে তাঁর নতুন ছবি 'মহিষাসুরমর্দ্দিনী'। এই ছবিতে একজন মহাকাশচারীর ভূমিকায় দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে। প্রত্যেক ছবি, প্রত্যেক চরিত্রই তাঁর কাছে নতুন চ্যালেঞ্জ। 'মহিষাসুরমর্দিনী' নতুন কী চ্যালেঞ্জ নিয়ে এসেছিল ঋতুপর্ণার কাছে? অভিনেত্রী বলছেন, 'আমি চাই আমার প্রতিটা চরিত্র আমায় চ্যালেঞ্জ করুক। যদি খুব বেশি কমফোর্ট জোনের মধ্যে কাজ করতে হয়, মনে হয় সেরাটা দিতে পারছি না। সিনেমা মানে আমার কাছে একটা ঝড়। রোজ নতুন কিছু তৈরী হবে। এই ছবিতে যেমন আমি একজন মহাকাশচারীর ভূমিকায় অভিনয় করছি। এই ধরণের চরিত্র আমি আগে কখনও অভিনয় করিনি। আশা করি মানুষের মন ছুঁয়ে যাবে এই চরিত্রটা।'
আরও পড়ুন: Alizeh Agnihotri: বলিউডে পা রাখছেন সলমন-ভাগ্নি আলিজেহ অগ্নিহোত্রী, চলছে শ্যুটিং
'মহিষাসুরমর্দিনী'-তে মেয়েদের লড়াইয়ের গল্প বলা হয়েছে। কেরিয়ায়ের প্রথম দিকে ঋতুপর্ণা সেনগুপ্তর লড়াইটা কেমন ছিল? অভিনেত্রী বলছেন, 'আমি যখন ইন্ডাস্ট্রিতে আসি, একেবারে সাদা স্লেটের মতো ছিলাম। কোনও অভিজ্ঞতা ছিল না। আর সম্ভবত সেইজন্যেই নতুন করে অনেক কিছু লিখতে পেরেছি, শিখতে পেরেছি। সেই জায়গাটাকে আমি সবসময় সম্মান করি। আর আমি কখনও ভাবিনি আমি অভিনেত্রী হব। চেয়েছিলাম শিক্ষক হব। যখন অভিনয় জগতে এলাম, আস্তে আস্তে নিজেই নিজেকে শেখাতে শুরু করলাম।'