Rituparna on Sreela Majumdar Death: 'শ্রীলাদি বলতেন, ঋতুপর্ণা... কখনও থেমো না'
Rituparna Sengupta: 'ভাবতে পারছি না..এই মানুষটার সঙ্গে কথা বললে ভীষণ শক্তি পেতাম। উনি বলতেন, 'ঋতুপর্ণা, কখনও থেমো না।' এই কথাগুলো আমায় ভীষণ শক্তি দিত।'
কলকাতা: কেবল সহ অভিনেত্রী নন, তিনি যেন ছিলেন অভিভাবিকার মতোই। তাঁর প্রয়াণে, কত স্মৃতিই যেন ভেসে আসছে নায়িকার মনে। গতকাল, ২৭ জানুয়ারি প্রয়াত হয়েছেন অভিনেত্রী শ্রীলা মজুমদার (Sreela Majumdar)। গত ৩ বছর ধরে তিনি ভুগছিলেন ক্যানসারে। আর তাঁর প্রয়াণে, পুরনো স্মৃতি রোমন্থন করে আবেগে ভেসেছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)।
এদিন, শ্রীলা মজুমদারের শেষযাত্রায় সামিল হয়েছিলেন তিনিও। এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, 'ভাবতে পারছি না..এই মানুষটার সঙ্গে কথা বললে ভীষণ শক্তি পেতাম। উনি বলতেন, 'ঋতুপর্ণা, কখনও থেমো না।' এই কথাগুলো আমায় ভীষণ শক্তি দিত।' পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন ঋতুপর্ণা। সেখানে তিনি শেয়ার করে নেন শ্রীলার সঙ্গে তাঁর কাটানো পুরনো ছবি, স্মৃতিও।
সোশ্যাল মিডিয়ায় ঋতুপর্ণা লিখেছেন, 'আমার দিদিকে হারালাম। মৃণাল সেন থেকে শুরু করে শ্যাম বেনেগল, তরুণ মজুমদার একাধিক বিশিষ্ট পরিচালকদের সাথে কাজ করেছেন শ্রীলাদি। একসঙ্গে ছবিতে অভিনয় করারও সুযোগ হয়েছে আমার। অনেক কিছু শিখেছি তোমার থেকে। কিভাবে পর্দায় নিজের সবটুকু উজাড় করে, চরিত্রকে জীবন্ত করে তুলতে হয়, তোমার থেকেই শেখা। অভিনয় জগতে তোমার নাম আজীবন থেকে যাবে…. ভাল থেকো শ্রীলা দি…। আলোয় থেকো, শান্তিতে থেকো…।'
বাংলার পাশাপাশি হিন্দি ছবিতেও নিজের অভিনয় প্রতিভার পরিচয় দিয়েছেন। মাত্র ১৬ বছর বয়সে চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেছিলেন শ্রীলা মজুমদার (Sreela Majumdar)। একটি নাটকের মহড়া থেকে সিনেমার জগতে তাঁকে নিয়ে এসেছিলেন স্বনামধন্য পরিচালক মৃণাল সেন। ১৯৮০ সালে মৃণাল সেন পরিচালিত পরশুরাম ছবির মাধ্যমেই চলচ্চিত্র জগতে তাঁর হাতেখড়ি। তবে তাঁর প্রথম মুক্তি পাওয়া ছবি 'একদিন প্রতিদিন'। তাঁর জীবনের উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে অন্যতম গৌতম চট্টোপাধ্যায়ের (Goutam Chatterjee) ‘মহীনের ঘোড়াগুলি’।
মৃণাল সেনের (Mrinal Sen) মোট ছটি ছবিতে অভিনয় করেছিলেন তিনি। শ্যাম বেনেগালের ছবি 'মাণ্ডি'-তে শ্রীলা অভিনয় করেছিলেন ওম পুরীর সঙ্গে। ফুলমণির চরিত্রে তাঁর অভিনয় দাগ কেটে গিয়েছিল দর্শকদের মনে। তারপর শ্যাম বেনেগালের আরও একটি ছবি 'আরোহন'-এ আবার ওম পুরীর সঙ্গে অভিনয় করেন শ্রীলা মজুমদার। মৃণাল সেনের ছবি খারিজ-এ তিনি সৃজার ভূমিকায় অভিনয় করেন। মৃণাল সেনের শতবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে তৈরি কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি পালান-এও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। তাঁর প্রয়াণ বাংলা সিনেমার এক উজ্জ্বল নক্ষত্রপতন।
View this post on Instagram
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।