Rituparna Sengupta: লস অ্যাঞ্জেলসে প্রিয়ঙ্কার বাড়িতে ঋতুপর্ণা
Rituparna in Priyanka's House: লস অ্যাঞ্জেলসে প্রিয়ঙ্কা চোপড়ার বাড়িতে ঋতুপর্ণা সেনগুপ্ত। প্রিয়ঙ্কার প্রযোজনা সংস্থার ছবিতে কাজ করবেন এবার ঋতুপর্ণা।
![Rituparna Sengupta: লস অ্যাঞ্জেলসে প্রিয়ঙ্কার বাড়িতে ঋতুপর্ণা Rituparna Sengupta visit in Priyanka Chopra s Los Angeles House Rituparna Sengupta: লস অ্যাঞ্জেলসে প্রিয়ঙ্কার বাড়িতে ঋতুপর্ণা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/23/a081476665b09c80a3fa09b1982611671669164200958484_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: লস অ্যাঞ্জেলসে প্রিয়ঙ্কা চোপড়ার (Priyanka Chopra) বাড়িতে ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। প্রিয়ঙ্কার প্রযোজনা সংস্থার ছবিতে কাজ করবেন এবার ঋতুপর্ণা। ফেসবুকে সেই ছবি শেয়ার করেছেন টলিউড ডিভা।
লস অ্যাঞ্জেলসে প্রিয়ঙ্কার বাড়িতে ঋতুপর্ণা
প্রসঙ্গত, সম্প্রতি লস অ্যাঞ্জেলসে গিয়েছিলেন ঋতুপর্ণা। সেখানে প্রিয়ঙ্কার মা মধু চোপড়ার নিমন্ত্রণে তাঁদের বাড়িত যান। তবে সেসময় প্রিয়ঙ্কার হাজবেন্ড নিক জোনাসের সঙ্গে দেখা হয়েছে ঋতুপর্ণার। কারণ পিগি চপস সেসময় ভারতে। ঋতুপর্ণার সঙ্গে ছিলেন তার ম্যানেজার শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। নতুন ছবির কাজ কবে থেকে শুরু ? ঋতুপর্ণা জানিয়েছেন, মধু চোপড়া তাঁকে খুব ভালোবাসেন। ওদের রিজিওনাল প্রোডাকশনের কাজের জন্য, তাঁকে সই করিয়েছিলেন বেশ কিছুদিন আগে। যদিও কাজটা শুরু হয়নি এখনও। মুম্বাইতে আমার বাড়ির একদম পাশেই চোপড়া পরিবার থাকেন। বলতে গেলে সেনগুপ্ত পরিবার, চোপড়া পরিবারের প্রতিবেশী।
প্রিয়ঙ্কার প্রযোজনা সংস্থার ছবিতে কাজ করবেন এবার ঋতুপর্ণা
অভিনেত্রী আরও বলেন, রাতেই তার ফ্লাইট ছিল বলে , তিনি কিছুটা সময়ই থাকতে পেরেছেন প্রিয়ঙ্কার বাড়িতে। বাড়িটা খুব সুন্দর বলে প্রশংসা করেছেন টলিউড ডিভা। নিকের সঙ্গে দেখা হয়েছে। তবে প্রিয়ঙ্কা একটি ব্র্যান্ড প্রমোশনের জন্য ভারতে থাকায় , ওর সঙ্গে আর দেখা হয়নি অভিনেত্রীর। সম্ভবত আগামী বছর প্রিয়ঙ্কার প্রযোজনা সংস্থার ছবিতে কাজটা শুরু হবে বলে জানিয়েছেন ঋতুপর্ণা।
প্রসঙ্গত, আগামী ২৫ মে মুক্তি পাবে ঋতুপর্ণার ছবি 'মহাষাসুরমর্দ্দিনী।' যুগ যুগ ধরে যে অন্যায় নারীদের সঙ্গে হয়ে আসছে, এবং যা আজও অব্যাহত, সেই গল্পই বলেছে 'মহিষাসুরমর্দ্দিনী'। 'মহিষাসুরমর্দ্দিনী' হল নারীদের কাছে সেই ভুলগুলির জন্য ক্ষমাপ্রার্থী একটি চিঠি। গোটা ছবিটি মাত্র একটি লোকেশনের সেটে শ্যুট করা হয়েছে এবং এটি একটি রাতের গল্প। এই ছবির সৌজন্যেই প্রথমবার পর্দা ভাগ করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, শাশ্বত চট্টোপাধ্যায় ও পরমব্রত বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন, শহরে 'ভেড়িয়া'-র প্রচারে বরুণ ও কৃতি, দেখা 'বুম্বাদা'-র সঙ্গেও
রঞ্জন ঘোষ পরিচালিত এই ছবিটি মুক্তির আগে একাধিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা পেয়েছে। বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়েছিল রঞ্জন ঘোষের এই ছবি। শুধু তাই নয়, এর আগে রান, ইসরাইল, জাপান, চীন, ফিলিপাইন, কাজাখস্তান, কিরগিজস্তান, আফগানিস্তান, বাংলাদেশ এবং ভারতের মোট ১৩টি ছবির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নির্বাচিত হয়েছিল এই ছবিটি। শ্রীতমা দে, অরিয়ুন ঘোষ, অরুণিমা হালদার, অভ্যুদয় দে, কৌশিক কর, সাহেব ভট্টাচার্য এবং পৌলোমী দাস। সিনেমাটোগ্রাফি করেছেন শুভদীপ দে, সম্পাদনা অমিত পালের এবং সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন অভিজিৎ কুন্ডু। এই ছবিটি তৈরি হয়েছে পবন কানোদিয়ার প্রযোজনায় এবং AVA ফিল্ম প্রোডাকশনসের ব্যানারে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)