Ritwick-Sohini: একসঙ্গে 'ফেরা' ঋত্বিক-সোহিনী-র, প্রথমবার বাংলা ছবিতে সঞ্জয় মিশ্র
Sanjay Mishra in Bengali Film: এই প্রথমবার বাংলা ছবিতে অভিনয় করতে চলেছেন বর্ষীয়ান অভিনেতা সঞ্জয় মিশ্র

কলকাতা: জীবনের দুই প্রান্তে দাঁড়িয়ে থাকা দুই পুরুষ ঘটনাচক্রে এসে দাঁড়ায় এক ছাদের তলায়। ঘোষণা হল নন্দী মুভিজ় (Nandi Movies) -এর নতুন সিনেমা, 'ফেরা'। ছবির মুখ্যভূমিকায় অভিনয় করছেন ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty) ও সোহিনী সরকার (Sohini Sarkar)। ছবির নাম, 'ফেরা'। পাশাপাশি, এই প্রথমবার বাংলা ছবিতে অভিনয় করতে চলেছেন বর্ষীয়ান অভিনেতা সঞ্জয় মিশ্র (Sanjay mishra)। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে।
সব সম্পর্কের ভাষা উচ্চারণে প্রকাশ পায় না। কিছু অনুভব শুধু নীরবতার ভিতরেই বাঁচে। পান্নালাল, এককালের ফুটবল খেলোয়াড়, আজ অবসরপ্রাপ্ত, একা থাকেন মফস্বলের পুরনো বাড়িতে । তাঁর ছেলে পলাশ, শহরের এক কর্পোরেট কোম্পানিতে সেলস ম্যানেজার, রোজ লড়ছেন চাকরি বাঁচিয়ে চলার জন্য। জীবনের দুই প্রান্তে দাঁড়িয়ে থাকা এই দুই পুরুষ, আকস্মিক এক ঘটনার কারণে এসে পড়েন এক ছাদের তলায়। ফেরা কোনও দ্বন্দ্বের গল্প নয়। এ এক নীরব সহাবস্থানের ছবি—যেখানে কথা কম, অস্বস্তি বেশি, কিন্তু তবু একটা বোঝাপড়া ধীরে ধীরে গড়ে ওঠে। এই গল্প জিজ্ঞেস করে—সফলতা মানে ঠিক কী? আমরা কতটা রেখে যেতে চাই, আর তার কতটা আসলে জরুরি? আর ফিরে আসা মানে কি পুরনো জীবনে ফেরা, নাকি নতুন করে বোঝা—যে মাঝারি হওয়া, সাধারণ হওয়া, নিজেকে মেনে নেওয়াও একধরনের সফলতা? সব ফেরার ঠিকানা হয় না— আবার নিঃশব্দ পাশে বসে থাকাও অনেক সময় বাড়ি হয়ে ওঠে।
এই ছবি নিয়ে ঋত্বিক চক্রবর্তী বলেছেন, 'ফেরা ছবির অংশ হতে পেরে আমি ভীষণ উৎসাহিত। পৃথা যেভাবে ভাবেন এবং তাঁর গল্পগুলোকে পর্দায় তুলে ধরেন — সেই সংবেদনশীলতা আর তীক্ষ্ণ দৃষ্টিভঙ্গির আমি সবসময়ই প্রশংসা করেছি। কিংবদন্তি অভিনেতা সঞ্জয় মিশ্রর সঙ্গে স্ক্রিন শেয়ার করা আমার কাছে এক বিরাট সম্মানের বিষয়, আমি ভীষণভাবে মুখিয়ে আছি।' ছবিটি নিয়ে সোহিনী সরকার বলছেন, ''ফেরা'-য় আমার চরিত্রটি যদিও সংক্ষিপ্ত, তবে গল্পের প্রেক্ষিতে এর গভীর প্রভাব রয়েছে। অনেক সময় চরিত্রের দৈর্ঘ্যের চেয়ে প্রভাবটাই বড় হয়ে ওঠে। এই সিনেমাটির অংশ হতে পেরে আমি খুবই খুশি।'
পরিচালক এই ছবি নিয়ে বলছেন, 'ফেরা এমন এক গল্প, যেটা বড় করে কিছু বলে না—বরং যেটা বলা হয় না, তাকেই জায়গা দেয়।এই ছবি আমার কাছে অনেকটা নিজের ভিতরে ফিরে তাকানোর চেষ্টা। আমার নিজের বড় হয়ে ওঠা যেহেতু মফস্বলের ছোট্ট শহরে, তাই এই ছবির প্রতিটা চরিত্রকেই আমি খুব কাছে থেকে দেখেছি এবং খানিকটা বেঁচেছি। মফস্বল ছেড়ে বড় শহরের রোজনামচাতে বহুবার মনে হয়েছে আমরা কতটা ছুটছি, কেন ছুটছি, আর সেই দৌড়ের শেষে আদৌ কিছু বদলায় কি না—এই সব প্রশ্ন। এই ছবি মধ্যবিত্ততার, ক্লান্তির, আর সম্পর্কের সেই দিকগুলো নিয়ে কথা বলে, যেগুলো খুব সাধারণ, ও সত্যি। ফেরা কোনও চূড়ান্ত উত্তরে উত্তীর্ণ করে না। কিন্তু কিছুটা থেমে, কিছুটা বোঝার সুযোগ তৈরি করে।'
ছবির প্রযোজক বলছেন, 'ফেরা’ আমাদের একটি বিশেষ প্রচেষ্টা । প্রথিতযশা অভিনেতা সঞ্জয় মিশ্র তাঁর প্রথম বাংলা ফিচার ফিল্মের যাত্রা শুরু করছেন আমাদের ব্যানারে, এবং এই ছবির পরিচালনায় রয়েছেন পৃথা চক্রবর্তী — এটা আমাদের জন্য গর্বের বিষয়। তাঁর সঙ্গে রয়েছেন বাংলার দুই গুণী শিল্পী ঋত্বিক চক্রবর্তী ও সোহিনী সরকার। আমাদের বিশ্বাস এই ছবি দর্শকদের হৃদয়ে গভীরভাবে প্রভাব ফেলবে এবং দীর্ঘদিন মনে থেকে যাবে।'






















