Amrita Rao: সারোগেসিতে গর্ভেই মৃত্যু হয় প্রথম সন্তানের, কষ্টের দিনের স্মৃতিচারণা অমৃতা রাওয়ের
সম্প্রতি অমৃতা রাও ও তাঁর স্বামী আর জে আনমোল তাঁদের মা-বাবা হওয়ার সময়কার নানা ঘটনা প্রকাশ্যে আনেন ভিডিওর মাধ্যমে।সেখানেই তাঁরা জানান, কীভাবে চার বছর ধরে তাঁরা সন্তান পাওয়ার জন্য কার্যত যুদ্ধ চালিয়েছেন
মুম্বই: বলিউড অভিনেত্রী অমৃতা রাওয়ের (Amrita Rao) বলিউড জার্নি দীর্ঘ নয়। কেরিয়ারের শুরুর দিকে একের পর এক হিট ছবিতে অভিনয় করলেও পরবর্তীকালে অভিনয় জগত থেকে নিজেকে বেশ দূরেই রাখেন। আর জে আনমোলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর একেবারেই সংসারী হয়ে যান। তবে, সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় থাকেন অভিনেত্রী। নানা সময় তারকা দম্পতি নানা মজাদার ভিডিও পোস্ট করে থাকেন। পাশাপাশি তাঁদের একটি ইউটিউব চ্যানেলও রয়েছে। সেখানেও নানা ভিডিও পোস্ট করে থাকেন তাঁরা। সম্প্রতি অমৃতা রাও ও তাঁর স্বামী আর জে আনমোল তাঁদের মা-বাবা হওয়ার সময়কার নানা ঘটনা প্রকাশ্যে আনেন ভিডিওর মাধ্যমে। সেখানেই তাঁরা জানান, কীভাবে চার বছর ধরে তাঁরা সন্তান পাওয়ার জন্য কার্যত যুদ্ধ চালিয়েছেন।
মা হওয়া প্রসঙ্গে অমৃতা রাও-
সম্প্রতি বেশ কিছু এপিসোডে নিজেদের ইউটিউব চ্যানেলে মাতৃত্বকালীন সময়কার নানা কথা শেয়ার করেন অমৃতা রাও। জানান, সন্তান পাওয়ার জন্য সারোগেসি থেকে আয়ুর্বেদ, হোমিওপ্যাথ, আইভিএফ কিছুই তাঁরা বাদ দেননি। তাঁরা জানান, যখন কিছুতেই সন্তান আসছে না, তখন কেউ তাঁদের পরামর্শ দিয়েছিল সারোগেসি পদ্ধতি অবলম্বন করতে। তাঁরা তাও করেন। কিন্তু সারোগেসির মাধ্যমে সন্তান আসার আগেই গর্ভেই সেই সন্তানের মৃত্যু হয়। আবারও ভেঙে পড়েন তাঁরা। অমৃতা রাও বলছেন, 'যখন কোনও কিছুই কাজ করছে না, তখন আমরা একজন আয়ুর্বেদিক চিকিৎসকের পরামর্শ নিই। কিন্তু আয়ুর্বেদিক ওষুধ আমার শরীরে নানা পার্শ্বপ্রতিক্রিয়া তৈরি করছিল। আমার ত্বকে সমস্যা দেখা দিচ্ছিল। মনটা কষ্টে ভেঙে গেলেও আমরা নিশ্চিত ছিলাম যে একদিন না একদিন আমাদের সন্তান আসবেই।'
আরও পড়ুন- Tobacco Controversy: তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন বিতর্কে অবশেষে মুখ খুললেন অজয় দেবগন
বেশ কয়েক বছরের চেষ্টার পর তাইল্যান্ডে বেড়াতে যান অমৃতা রাও ও আনমোল। সেখানেই অন্তঃসত্ত্বা হন অভিনেত্রী। ২০২০ সালের নভেম্বরে জন্ম হয় তাঁদের পুত্র সন্তান বীরের।
শাহিদ কপূরের বিপরীতে 'বিবাহ' ছবি দিয়ে, শাহরুখ খানের সঙ্গে 'ম্যায় হুঁ না' ছবিতে প্রশংসিত হন অমৃতা রাও। তাঁকে শেষবার পর্দায় দেখা গিয়েছে 'ঠাকরে' ছবিতে।