(Source: ECI | ABP NEWS)
Roktobeej Shooting Starts: শিবপ্রসাদের নতুন ছবির শ্যুটিং শুরু, কবে পর্দায় আসছে 'রক্তবীজ ২'?
Roktobeej Shooting: 'রক্তবীজ' ছবির মুখ্যভূমিকায় ছিলেন আবির চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তী। খাগড়গড় বিস্ফোরণের প্রেক্ষাপটে তৈরি হয়েছিল এই ছবি

কলকাতা: শুরু হল নতুন সিনেমা 'রক্তবীজ ২' (Roktobeej 2)-এর পথ চলা। এই ছবির ঘোষণা হয়েছিল আগেই। আর এবার শ্যুটিং শুরু হল 'রক্তবীজ ২' ছবির। প্রথমদিন সেটে উপস্থিত ছিলেন আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee), মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। এছাড়াও এই ছবিতে রয়েছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায় (Victor Banerjee), নুসরত জাহান (Nusrat Jahan) ও অন্যান্যরা।
'রক্তবীজ' ছবির মুখ্যভূমিকায় ছিলেন আবির চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তী। খাগড়গড় বিস্ফোরণের প্রেক্ষাপটে তৈরি হয়েছিল এই ছবি। অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন ভিক্টর বন্দ্যোপাধ্যায় ও অনুসূয়া মজুমদার। 'রক্তবীজ'-এর হাত ধরেই প্রথম থ্রিলারের দুনিয়ায় পা রেখেছিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy)। আর প্রথমবার থ্রিলার ছবিতে হাত দিয়েই কার্যত ছক্কা হাঁকিয়েছিলেন শিবপ্রসাদ নন্দিতা। সাফল্য পেয়েছিল 'রক্তবীজ'। আর এবার, সেই ছবিরই সিক্যুয়ালের পালা। তবে এবার গল্প কী নিয়ে এগোবে, সেই খবর এখনও পাওয়া যায়নি। তবে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অঙ্কুশ হাজরাকে।
রক্তবীজ ছবিটির পরে শিবপ্রসাদ নন্দিতার দ্বিতীয় থ্রিলারের সিনেমা ছিল 'বহুরুপী'। ব্যাঙ্ক ডাকাতিকে নিয়ে তৈরি এই ছবি বক্সঅফিসে চূড়ান্ত প্রভাব ফেলেছিল। এখনও প্রেক্ষাগৃহে চলছে বহুরূপী। ছবিটি পার করে ফেলেছে ১০০ দিন। সেই সাহস নিয়েই এবার ঘোষণা করা হল 'রক্তবীজ ২'। ছবিটির প্রথম অধ্যায় যাঁরা দেখেছেন, তারাই জানেন, এই ছবিটির শেষেই ইঙ্গিত ছিল ছবিটার দ্বিতীয় অংশ আসার। ছবির গল্প শেষ হয়নি। রেখে গিয়েছিল ইঙ্গিত এক নতুন শুরুর। সেই থেকেই শুরু হয়েছিল 'রক্তবীজ ২'-এর জল্পনা। আর এবার সেই ছবি আসতে চলেছে বড়পর্দায়। হতে পারে সেই ছবিতেও থাকতে পারে কোনও সত্য ঘটনার ছোঁয়া। ছবিটি মুক্তি পাবে চলতি বছরের দুর্গা পুজোয়।
পুজোর আগে উইন্ডোজ এর আরও একটি ছবি মুক্তি পাবে। সেটি হল 'আমার বস'। দীর্ঘদিন পরে এই ছবিতে দেখা যাবে রাখী গুলজারকে। এছাড়াও এই ছবিতে অভিনয় করবেন শ্রাবন্তী ও শিবপ্রসাদ।
View this post on Instagram























