Roktobeej New Song: পুজোর আগমনী সুরে সুরে, তীর্থ-রোহনের গলায় গ্রামবাংলার ছবি আঁকবে 'গৌরী এল'
Roktobeej New Song Release: গানটি শোনা যাবে শিল্পী তীর্থ ভট্টাচার্য্যের গলায়। 'সারেগামাপা' থেকে জনপ্রিয়তা পেয়েছিলেন তীর্থ। তাঁর গলার লোকগীতির বেশ চর্চা রয়েছে
কলকাতা: নতুন ছবি 'রক্তবীজ' (Roktobeej)-এ যে দোহার-যোগ থাকবে সে কথা আগেই জানিয়েছিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy)। এই ছবির হাত ধরেই মুক্তি পাবে কালিকাপ্রসাদের জ্যেঠুর লেখা একটি গান। আর, পুজোর আবহ নিয়ে 'দোহার'-এর আরও একটি নতুন গান মুক্তি পাবে আগামীকাল।
এই গানে শোনা যাবে রোহন দাসের গলা। কে এই রোহন? মুম্বইয়ের 'সুপারস্টার সিঙ্গার'-এ অংশ নিয়েছিল খুদে এই তারকা। তবে তার গানের সঙ্গে পরিচয় এই দোহার-এর হাত ধরেই। বর্তমানে কালিকাপ্রসাদের 'দোহার'-এর মাথা রাজীব দাস, তারই সন্তান রোহন। খুদে এই শিল্পী নতুন গান 'গৌরী এল' (Gouri Alo)-র প্রথম অংশটুকু গেয়েছে।
বাকি গানটি শোনা যাবে শিল্পী তীর্থ ভট্টাচার্য্যের গলায়। 'সারেগামাপা' থেকে জনপ্রিয়তা পেয়েছিলেন তীর্থ। তাঁর গলার লোকগীতির বেশ চর্চা রয়েছে। তীর্থর গলাতে এই গান গ্রামবাংলার রূপকে তুলে ধরবে, এমনটাই আশা ছবির নির্মাতাদের। তীর্থ ছাড়াও দোহারের বাকি শিল্পীরাও থাকছেন এই গানে। শুধু গানের ভিডিওতে নয়, মূল ছবিতেও গানের অংশে দেখা যাবে তীর্থ-রোহনদের। এর আগে, 'প্রাক্তন' ছবিতে সমস্ত সঙ্গীতশিল্পীদের ছবিরই এক একটা চরিত্র করে তুলেছিলেন শিবপ্রসাদ ও নন্দিতা। আর এই ছবিতেও কিছুটা তেমনই হবে 'গৌরী এল' গানটিতে।
এই প্রথম, ছক ভেঙে থ্রিলার ঘরানার ছবি তৈরি করেছেন শিবপ্রসাদ ও নন্দিতা। এই ছবিতে জুটি হিসেবে দেখা যাবে আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) ও মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)-কে। এই ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন, অনুসূয়া মজুমদারের (Anushua Majumdar), কাঞ্চন মল্লিক (Kanchan Mallick), সত্যম ভট্টাচার্য্য (Satyam Bhattacharyya), অম্বরীশ ভট্টাচার্য্য (Ambarish Bhattacharyya), দেবলীনা কুমার (Debleena Kumar) ও দেবাশীষ মণ্ডল (Debashish Mondal)। ইতিমধ্যে মুক্তি পেয়েছে এই ছবির একটি গান, 'গোবিন্দ দাঁত মাজে না'। 'গৌরী এল'-এই ছবির দ্বিতীয় গান। ছবির গল্পে তুলে ধরা হবে পুজোর প্রত্যেকটা দিনকেই। আর এই গানটিতে মিশে রয়েছে পুজোর আবহ।
View this post on Instagram