Ranojoy Bishnu: রণজয়ের ছবি দেখিয়ে ধারাবাহিকে অভিনয়ের সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতি! তোলা হচ্ছে লাখ লাখ টাকা
Ronojoy Bishnu News: সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে গোটা বিষয়টা খোলসা করলেন অভিনেতা
কলকাতা: ছোটপর্দা থেকে শুরু করে বড়পর্দা.. সমস্ত জায়গাতেই কাজ করছেন তিনি। তাঁর গ্রহণযোগ্যতাও যথেষ্ট। তবে এবার, নিজের অজান্তেই এক জালিয়াতি চক্রের সঙ্গে জড়িয়ে পড়েছেন এই টলি অভিনেতা? ঠিক কী হয়েছে রণজয় বিষ্ণু (Ronojoy Bishnu)-র সঙ্গে?
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে গোটা বিষয়টা খোলসা করলেন অভিনেতা। বুধবার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি নাতিদীর্ঘ ভিডিও পোস্ট করেন তিনি। সেখানে রণজয় জানান, তিনি সেটে এসে হঠাৎ জানতে পারেন, তাঁর একটি লুকসেটের ছবি দেখিয়ে প্রচার করা হচ্ছে যে তিনি একটি নতুন ধারাবাহিক করছেন। মুখ্যচরিত্রে অভিনয়ে দেখা যাবে তাঁকে। আর সেই ধারাবাহিকে সুযোগ পাইয়ে দেওয়ার নাম করে একাধিক ব্যক্তির কাছ থেকে তোলা হচ্ছে লাখ লাখ টাকা!
রণজয়ের কথায়, 'আমরা অভিনেতা। আমরা অনেক সময়েই বিভিন্ন কাজের জন্য লুকসেট করি। এমন অনেক সময়েই হয় যে বিভিন্ন সমস্যায় সেই কাজগুলি হয়ে ওঠে না। সম্প্রতি আমি জানতে পারলাম, আমার এমনই একটি লুকসেটের ছবি দেখিয়ে দাবি করা হচ্ছে, আমি নাকি নতুন কোনও ধারাবাহিকে অভিনয় করতে চলেছি! আমার আমার অনুরাগী থেকে শুরু করে সাধারণ দর্শকদের একটাই কথা বলতে চাই, আমি এমন কোনও কাজের সঙ্গে জড়িত নই তো বটেই, এমনকি অবগতও নই। আমি এই মুহূর্তে একটাই ধারাবাহিকের সঙ্গে যুক্ত যেটি বেশ কিছুদিন ধরে চলছে। এর বাইরে আমি কোনও ধারাবাহিকে অভিনয় করছি না।'
রণবীর আরও বলেন, 'শুনলাম, আমার ছবি দেখিয়ে, মিথ্যে কথা বলে কারও থেকে ১৩ লাখ, এমনকি কারও থেকে ৬০ লাখ টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। যাঁরা এভাবে ভুল বুঝে টাকা দিচ্ছেন, দয়া করে বিষয়টা থামান। যদি নিজেদের অভিনেতাসত্তার ওপর ভরসা থাকে, কোনও ভাল পরিচালক বা প্রযোজকের সঙ্গে যোগাযোগ করুন। এভাবে টাকা দিয়ে অভিনয় হয় না। নিজেকে প্রমাণ করতে হয়। এত লক্ষ লক্ষ টাকা মিথ্যে কথা বলে দিয়ে দেওয়ার আগে এবার ভাবুন। আমি সতর্কতামূলক প্রচারে এই ভিডিওটা করলাম।'
View this post on Instagram
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।