Bengali Serial: বিয়ের পরেও স্বাভাবিক নেই সম্পর্ক! রেজওয়ানের 'স্ত্রী'-কে তাড়া করে বেড়াচ্ছে কোন অতীত?
Star Jalsa Bengali Serial: এই ধারাবাহিকের মধ্যে তুলে ধরা হবে যৌন হেনস্থা, পরিবারের মধ্যে ঘটা যৌন হেনস্থা, শিশু নিগ্রহের মতো বিষয়কে।
কলকাতা: নায়িকা মানেই কি সর্বঃসহা? সংসারের সমস্ত সমস্যা সহ্য করবে, বেঁধে রাখবে পরিবারকে? আর তা যদি না হয়? যদি ছোটবেলার কোনও তিক্ত স্মৃতি তাকে ঘৃণা করতে শেখায় পরিবারের মানুষদেরই? ঠিক এমনই একটি গল্প বলতে আসছে, নতুন ধারাবাহিক 'বঁধূয়া'! মুখ্যভূমিকায় রয়েছেন, 'রেজওয়ান রব্বানি শেখ' (Rezwan Rabbani Sheik) ও জ্যোতির্ময়ী কুণ্ডু ( Jyotirmoyee Kundu)।
এই ধারাবাহিক নিয়ে পরিচালক-প্রযোজক সুশান্ত দাস বলছেন, 'আমাদের আগের প্রজন্ম মনে করেন, এখনকার মেয়েরা ঘরভাঙানি। তারা সব ছোট ছোট পরিবার থেকে আসে আর তেমন পরিবারেই ভাল থাকে। সবাইকে নিয়ে চলতে তাদের সমস্যা হয়। এই ধারাবাহিকের নায়িকা পেখমও কিছুটা তেমনই। পেখম বড় পরিবার দেখলেই আতঙ্কিত হয়ে পড়ে। এমনকি বাড়িতেও বেশি লোকজন আসা মোটেই পছন্দ করে না সে। এমনই এক মেয়েকে মনে ধরে আবিরের। যৌথ পরিবারে বড় হওয়া আবির সবসময়েই সবাইকে নিয়ে, মিলেমিশে থাকতে ভালবাসে। পাড়ায় সরস্বতী পুজোর আয়োজন করে, খেলতে নেমে পড়ে পাড়ার সবার সঙ্গে। অন্যদিকে পেখম এক্কেবারে অন্যরকম পরিবেশ থেকে এসেছে। তবে পেখমের এই ব্যবহারের পিছনে রয়েছে একটি ইতিহাস।'
এই ধারাবাহিকের মধ্যে তুলে ধরা হবে যৌন হেনস্থা, পরিবারের মধ্যে ঘটা যৌন হেনস্থা, শিশু নিগ্রহের মতো বিষয়কে। সুশান্ত দাসের মতে, 'আমরা বর্তমানে ধারাবাহিকের মধ্যে দিয়ে এমন কিছু ধ্যানধারণা, ঘটনা তুলে ধরার চেষ্টা করছি যেটা বর্তমান সমাজে ভীষণ প্রাসঙ্গিক। এই ধরণের ঘটনা বর্তমান সমাজে ঘটে। অনেক সময় পরিবারের মধ্যেই শিশু, মেয়ে এমনকি ছেলেদেরও যৌন নিগ্রহের শিকার হতে হয়। অনেক সময় বাবা-মায়েরাও প্রতিবাদ করতে পারেন না সেই সমস্ত ঘটনার। পরিবারের ওপর সমাজের ঠিক কী কী প্রভাব পড়বে সেটা কল্পনা করেই চুপ করে যান। তবে শিশুটির ওপর এর প্রভাব পড়ে মারাত্মক। ভবিষ্যতেও সে একটা সুখী জীবন, সুখী দাম্পত্য থেকে বাধাপ্রাপ্ত হয়। এমন একটি ঘটনাই তুলে ধরা হবে বঁধূয়াতে। '
View this post on Instagram
আরও পড়ুন: Deepika's Pregnancy News: সেপ্টেম্বরেই পরিবারে আসছে নতুন সদস্য, বাবা-মা হচ্ছেন রণবীর-দীপিকা
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।