Roosha Chatterjee: অভিনয় ছেড়েছেন, বিয়ের পরে কেমন আছেন রুশা?
Roosha Chatterjee Photos: সদ্য সোশ্যাল মিডিয়ায় পরিবারের সঙ্গে একটি ঘুরতে যাওয়ার একটি ছবি পোস্ট করেছেন রুশা। সেখানে দেখা যাচ্ছে.. পরিবারের সঙ্গে ছুটির সফরে গিয়েছেন তিনি
কলকাতা: চলতি বছরেই বিয়ে করেছেন তিনি, আর তারপরেই কলকাতা ছেড়ে আমেরিকাবাসী হয়েছেন এই অভিনেত্রী। শুধু তাই নয়.. অভিনয় ছেড়ে দিয়েছেন তিনি। একসময় ছোটপর্দায় বেশ জনপ্রিয় ছিলেন তিনি। তাঁর ধারাবাহিক 'তোমায় আমায় মিলে' হোক আর 'ওগো বধূ সুন্দরী' বেশ জনপ্রিয় ছিল দর্শকদের মধ্যে। তবে বিয়ের পরে অভিনয় ছেড়ে সুখেই সংসার করছেন তিনি। রুশা চট্টোপাধ্যায় (Rusha Chatterjee)।
সদ্য সোশ্যাল মিডিয়ায় পরিবারের সঙ্গে একটি ঘুরতে যাওয়ার একটি ছবি পোস্ট করেছেন রুশা। সেখানে দেখা যাচ্ছে.. পরিবারের সঙ্গে ছুটির সফরে গিয়েছেন তিনি। দীর্ঘ ১৩ বছরের কেরিয়ার ছেড়ে অনুরণন রায়চৌধুরীর সঙ্গে বিয়ে সারেন তিনি। অনুরণন পেশায় ইঞ্জিনিয়ার। আপাতত দেশ ছেড়ে বিদেশে গিয়ে সংসার পেতেছেন রুশা। তবে এই বিয়ের পরে ভীষণভাবে কটাক্ষের স্বীকার হয়েছিলেন রুশা। একদিকে অভিনয় ছেড়ে দেওয়া অন্যদিকে তাঁর স্বামীকে নিয়েও বেশ কটাক্ষের মুখে পড়তে হয়েছিল রুশাকে।
তবে সেই সমস্ত কিছুকে তেমন পাত্তা দেননি রুশা। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, অভিনয় ছেড়ে দেওয়া নিয়ে বিন্দুমাত্রও দুঃখিত নন তিনি। এতদিন যা যা চরিত্রে অভিনয় করেছেন, সবকিছুই তাঁর কাছে ভীষণ কাছের। আর তাই, ভীষণ ভাল স্মৃতি নিয়েই অভিনয় জীবন শেষ করেছেন তিনি। নতুন একটি ইনিংস শুরু করেছেন। আর তাই... রুশার সোশ্যাল মিডিয়া পোস্টে সবসময়েই থাকে খুশির মেজাজ। বোঝাই যায়... নতুন জীবন বেশ উপভোগ করছেন অভিনেত্রী। বর্তমানে কলকাতায় রয়েছেন রুশা। বিয়ের পরে এই প্রথম কলকাতায় এসেছেন তিনি। এখন কিছু এখানেই থাকবেন। সব মিলিয়ে... নিজের মতো করেই জীবনকে বেছে নিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই বোঝা যায় জীবনের নতুন ইনিংস ভীষণ ভালভাবেই উপভোগ করছেন রুশা।
View this post on Instagram
আরও পড়ুন: Prantik Banerjee: চরিত্রের প্রয়োজনে বদলেছেন লুক, প্রান্তিক বলছেন, 'তিন ভুবনের পারে এখনও প্রাসঙ্গিক'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।