RRR Box Office Collection: বক্স অফিসে 'সুনামি', প্রথমদিনই কত টাকার ব্যবসা করল 'আর আর আর'?
অবশেষে এই ছবি মুক্তি পেয়েছে। আর মুক্তি পেতেই বক্স অফিসে কার্যত 'সুনামি' শুরু করেছে 'আর আর আর' (RRR)। প্রথমদিনের বক্স অফিস কালেকশনে একাধিক ছবির রেকর্ড ভেঙে দিয়েছে এই ছবি।
মুম্বই: অবশেষে গতকাল মুক্তি পেয়েছে পরিচালক এস এস রাজামৌলীর বহু প্রতীক্ষিত ছবি 'আর আর আর' (RRR)। মুখ্য চরিত্রে এই ছবিতে অভিনয় করেছেন জুনিয়র এনটিআর এবং রাম তরণ। এছাড়াও ক্যামিও চরিত্রে দেখা গিয়েছে আলিয়া ভট্ট ও অজয় দেবগনকে। করোনা পরিস্থিতির কারণে এই ছবির মুক্তি স্থগিত হয়ে যায়। জানা যায়, করোনা পরিস্থিতির কারণে মুক্তি স্থগিত হওয়ায় বেশ কয়েক কোটি টাকার ক্ষতির মুখ দেখেছেন নির্মাতা। অবশেষে এই ছবি মুক্তি পেয়েছে। আর মুক্তি পেতেই বক্স অফিসে কার্যত 'সুনামি' শুরু করেছে 'আর আর আর'। প্রথমদিনের বক্স অফিস কালেকশনে একাধিক ছবির রেকর্ড ভেঙে দিয়েছে এই ছবি।
প্রথম দিনের ব্যবসা-
এদিন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'ট্রিপল আর' ছবির প্রথম দিনের বক্স অফিস কালেকশন পোস্ট করেছেন। যেখানে এই ছবি প্রথমদিনে দেশজুড়ে কত টাকার ব্যবসা করল এবং বিশ্বজুড়ে কত টাকার ব্যবসা করল, উভয় বক্স অফিস কালেকশনই দেওয়া হয়েছে। তাঁর পোস্ট থেকেই জানা গিয়েছে, 'আর আর আর' ছবিটি প্রথমদিন দেশজুড়ে ব্যবসা করেছে ১৫৬ কোটি টাকার। আর দেশের বাইরে এই ছবি ব্যবসা করেছে ৬৭ কোটি টাকার। অর্থাৎ, বিশ্বজুড়ে 'বাহুবলী' পরিচালকের এই ছবি প্রথমদিনেই ব্যবসা করেছে ২২৩ কোটি টাকার।
প্রসঙ্গত, এরই মধ্যে অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) বিজয়ওয়াড়ায় (Vijayawada) ঘটে গেল বিপত্তি। প্রযুক্তিগত সমস্যার জন্য একটি সিনেমা হলে ‘আরআরআর’-এর প্রদর্শন বন্ধ হয়ে যায়। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা। এমনকী, দর্শকদের একাংশ হলে ভাঙচুরও চালান। তাঁরা ফেন্সিং উপড়ে ফেলেন, জানলা ভেঙে দেন।
আরও পড়ুন - Salman Khan: সলমন খানের কীর্তি দেখেছেন? ছুটির দুপুরে খামারবাড়িতে এ কী করছেন!
বক্স অফিসে ‘আরআরআর’-এর সাফল্যের বিষয়ে আশাবাদী কলকাতা এবং সংলগ্ন এলাকার মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ ও হলগুলির মালিকেরা। অনলাইন টিকিট বুকিং সাইট এবং সিনেমা হল সূত্রের তথ্য অনুযায়ী, কলকাতায় বিভিন্ন মাল্টিপ্লেক্সে ‘আরআরআর’-এর টু-ডি হিন্দি শোয়ের সংখ্যা দৈনিক প্রায় ১৩৮টি। কলকাতায় বিভিন্ন মাল্টিপ্লেক্সে ‘আরআরআর’-এর থ্রি-ডি হিন্দি শোয়ের সংখ্যা দৈনিক প্রায় ৯৫টি। কলকাতা এবং সংলগ্ন এলাকায় মোট ২৯ টি হলে টু-ডি, থ্রি-ডি এবং আইম্যাক্স মিলিয়ে দৈনিক প্রায় ৩৫০টি শো পেয়েছে ‘আরআরআর’।