Tunisha Sharma: 'তখনও নিঃশ্বাস নিচ্ছিল, কাছের হাসপাতালে নিয়ে গেলে বেঁচে যেত', দাবি তুনিশার মায়ের
Tunisha Sharma Death Case: কিছুদিন আগেই শিজান খানের পরিবার দাবি করেন যে বণিতা তাঁর মেয়ের সমস্ত টাকাপয়সার ওপর নিয়ন্ত্রণ রাখতেন এবং মেয়েকে টাকার জন্য রীতিমতো অনুনয় বিনয় করতে হত।
মুম্বই: তুনিশা শর্মা মৃত্যুকাণ্ডে (Tunisha Sharma Death Case) একের পর এক তথ্য আসছে সামনে, সেই সঙ্গে চলছে অভিযোগ-পাল্টা অভিযোগ। ফের একবার মুখ খুললেন মৃত অভিনেত্রীর মা। নিশানায় শিজান খান (Sheezan Khan)। কী বললেন তিনি?
ফের শিজানকে নিশানা তুনিশার মায়ের
উদ্ধার হওয়ার পরও অভিনেত্রী তুনিশা শর্মার শ্বাস প্রশ্বাস সচল ছিল এবং তাঁকে বাঁচানোও যেত যদি কাছাকাছির কোনও হাসপাতালে নিয়ে যাওয়া হত, দাবি করছেন অভিনেত্রীর মা। নতুন বয়ান দিলেন তিনি।
তুনিশা শর্মার প্রাক্তন প্রেমিক ও সহকর্মী শিজান খানের বিরুদ্ধে ফের নতুন অভিযোগ আনলেন অভিনেত্রীর মা বণিতা। তাঁর অভিযোগ শিজান কাছাকাছির কোনও হাসপাতালে নিয়ে যাওয়ার বদলে 'দূরের হাসপাতালে নিয়ে যায় তুনিশাকে'। 'আলি বাবা: দাস্তান-এ-কাবুল' (Ali Baba: Daastan-E-Kabul) ধারাবাহিকের সেটে ২৪ ডিসেম্বর ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় তুনিশার দেহ। এই ঘটনার পর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে শিজান খানকে হেফাজতে নেওয়া হয়।
সংবাদ সংস্থা এএনআইকে (ANI) অভিনেত্রীর মা বলেন, 'এটা হয় আত্মহত্যা আর নয়তো খুন। আমি এরকম বলছি কারণ শিজান ওকে দূরের হাসপাতালে নিয়ে গিয়েছিল। সেট থেকে মাত্র ৫ মিনিটের দূরত্বেই হাসপাতাল ছিল। কাছের হাসপাতালে কেন নিয়ে গেল না? তখনও নিঃশ্বাস নিচ্ছিল ও, বাঁচানো যেত।'
কিছুদিন আগেই শিজান খানের পরিবার দাবি করেন যে বণিতা তাঁর মেয়ের সমস্ত টাকাপয়সার ওপর নিয়ন্ত্রণ রাখতেন এবং মেয়েকে টাকার জন্য রীতিমতো অনুনয় বিনয় করতে হত। তাঁদের আরও দাবি, যে মায়ের সঙ্গে তুনিশার সম্পর্ক একেবারেই ভাল ছিল না, তবে সেই কথা অস্বীকার করেছেন বণিতা।
অভিনেত্রীর মা বলেন, 'আমাদের সম্পর্ক খুবই ভাল ছিল... শিজানের মা তো আমার সঙ্গে আমার মেয়ের সম্পর্ক কীরকম বলতে পারেন না। আমার কারও কাছে কৈফিয়ত দেওয়ার প্রয়োজন নেই।' তিনি ২০২১ সালের ডিসেম্বরের একটি ক্লিপ শেয়ার করেন বণিতা যেখানে তুনিশাকে বলতে শোনা যায়, 'আমি তোমাকে খুব ভালবাসি, মা। কতটা ভালবাসি বলতে পারব না।'
আরও পড়ুন: Vijay Deverakonda: ১০০ অনুরাগীর জন্য ৫ দিনের মানালি ট্রিপ! বিজয় দেবেরাকোন্ডার বিশেষ উপহার
বণিতা যদিও শিজান ও তাঁর পরিবারের বিরুদ্ধে তুনিশাকে জোর করে ধর্ম পরিবর্তন করার চেষ্টা করার অভিযোগ এনেছেন। শিজানের পরিবার অবশ্য এমন সব অভিযোগ অস্বীকার করেছে।