RRR Wins Saturn Award: 'স্যাটার্ন অ্যাওয়ার্ডস ২০২২'-এ সেরা আন্তর্জাতিক ছবির সম্মান পেল রাজামৌলির 'আর আর আর'
RRR: 'সেরা অ্যাকশন অ্যাডভেঞ্চার' ক্যাটেগরিতে 'আর আর আর' লড়াই করছিল 'ডেথ অফ দ্য নাইল', 'এফ৯', 'দ্য ফাস্ট সাগা', 'নো টাইম টু ডাই', 'ওয়েস্ট সাইড স্টোরি', 'টপ গান: মেভারিক'-এর মতো ছবির সঙ্গে।
![RRR Wins Saturn Award: 'স্যাটার্ন অ্যাওয়ার্ডস ২০২২'-এ সেরা আন্তর্জাতিক ছবির সম্মান পেল রাজামৌলির 'আর আর আর' RRR Wins Best International Film Award at Saturn Awards 2022 Director Rajamouli shares reaction RRR Wins Saturn Award: 'স্যাটার্ন অ্যাওয়ার্ডস ২০২২'-এ সেরা আন্তর্জাতিক ছবির সম্মান পেল রাজামৌলির 'আর আর আর'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/26/40d54a0ce3b6fd7938557c4e53c7c2881666782085441229_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: ফের একবার সেরার পালক 'আর আর আর'-এর (RRR) মুকুটে। বিশ্বজুড়ে সমাদৃত রাম চরণ (Ram Charan) ও জুনিয়র এনটিআর (Jr. NTR) অভিনীত এই ছবি। আন্তর্জাতিক স্তরেও ভূয়সী প্রশংসা পাচ্ছে এই ছবি। এবার এই ছবি সেরার সম্মান পেল 'পঞ্চাশতম স্যাটার্ন অ্যাওয়ার্ডস'-এ (50th Saturn Awards)।
বিদেশের মাটিতে সেরা 'আর আর আর'
সম্প্রতি 'এনকোর' প্রোগ্রামের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 'আর আর আর'। সেই সঙ্গে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম 'নেটফ্লিক্স'-এ বিশ্বজুড়ে স্ট্রিম হচ্ছে এই ছবি। ফলে বিদেশের দর্শকদের কাছে সহজেই পৌঁছে গেছে এই ছবি। এবার এস এস রাজামৌলির এই ছবি পঞ্চাশতম 'স্যাটার্ন অ্যাওয়ার্ডস'-এ সেরা আন্তর্জাতিক ছবির পুরস্কার (Best International Film award) পেল। প্রসঙ্গত, এখানে একাধিক ক্যাটেগরিতে মনোনীত হয়েছিল 'আর আর আর'। যার মধ্যে 'সেরা আন্তর্জাতিক ছবি', 'সেরা অ্যাকশন অ্যাডভেঞ্চার' ও 'সেরা পরিচালক'-ও ছিল।
অনুষ্ঠানে যদিও পরিচালক রাজামৌলি সশরীরে উপস্থিত ছিলেন না। তবে তাঁর বক্তব্যের একটি এভি রেকর্ড দেখানো হয়। সেটিই 'দ্য অফিসিয়াল স্যাটার্ন অ্যাওয়ার্ডস'-এর ট্যুইটার হ্যান্ডল থেকে পোস্ট করা হয়। পরিচালককে বলতে শোনা যায়, 'আমাদের ছবি আর আর আর সেরা আন্তর্জাতিক ছবি হিসেবে স্যাটার্ন অ্যাওয়ার্ডস পাওয়ায় আমি অত্যন্ত খুশি। আমি আমাদের পুরো দলের পক্ষ থেকে জুরিকে ধন্যবাদ জানাই। আমরা অত্যন্ত উচ্ছ্বসিত। এটি আমার দ্বিতীয় স্যাটার্ন অ্যাওয়ার্ড। 'বাহুবলী: দ্য কনক্লুশন'-এর জন্য প্রথমটা পাই। ওখানে ব্যক্তিগতভাবে থাকতে পারলে ভীষণ খুশি হতাম, কিন্তু জাপানে RRR প্রচারের জন্য পূর্ব প্রতিশ্রুতির কারণে, দুর্ভাগ্যবশত আমি উপস্থিত হতে পারিনি। আমি অন্য সব বিজয়ীদের অভিনন্দন জানাতে চাই। নমস্কার।'
Congrats to #SaturnAwards Best International Film - @RRRMovie pic.twitter.com/CGf8zPdCqQ
— The Official Saturn Awards! (@SaturnAwards) October 26, 2022
তালিকার অন্যান্য ছবিগুলি
'সেরা অ্যাকশন অ্যাডভেঞ্চার' ক্যাটেগরিতে 'আর আর আর' লড়াই করছিল 'ডেথ অফ দ্য নাইল', 'এফ৯', 'দ্য ফাস্ট সাগা', 'নো টাইম টু ডাই', 'ওয়েস্ট সাইড স্টোরি', 'টপ গান: মেভারিক'-এর মতো ছবির সঙ্গে। 'সেরা আন্তর্জাতিক ছবি'র মনোনয়নে ছিল 'ডাউনটন অ্যাবে: এ নিউ এরা', 'আইফেল, আই অ্যাম ইওর ম্যান', 'রাইডার্স অফ জাস্টিস' ও 'সাইলেন্ট নাইট'।
আরও পড়ুন: Jacqueline Fernandez: 'জ্যাকলিন নির্দোষ, নিজের সম্মানের জন্য উনি লড়বেন', দাবি আইনজীবীর
প্রসঙ্গত, 'আর আর আর' গোটা বিশ্বে ১২০০ কোটি টাকার ব্যবসা করেছে। তারক ও চরণ ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন শ্রীয়া সরণ, আলিয়া ভট্ট, অজয় দেবগণ প্রমুখ।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)