এক্সপ্লোর
Advertisement
'গোটা পরিবার হইহই করে থাকবে', দুভাই মিলে ৯ কোটি টাকায় নতুন বাড়ি কিনলেন আয়ুষ্মানরা
আয়ুষ্মান এ ব্যাপারে বলেন, আমি বাড়িটা কিনেছি এমন বলবেন না বা ভাববেন না। বলা ভাল, এটা খুরানা পরিবারের নতুন বাড়ি হল। খুরানা পরিবারের তরফ থেকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে একটা নতুন বাড়ি কেনা হোক যেখানে সবাই মিলে বেশ হইহই করে থাকা যাবে।
নয়াদিল্লি: অভিনেতা আয়ুষ্মান খুরানা ও দাদা অপরশক্তি খুরানা মিলে পাঁচকুলা এলাকায় একটি নতুন বাড়ি কিনলেন। আয়ুষ্মান এবং তাঁর ফিল্মমেকার স্ত্রী তাহিরা কাশ্যপ বাড়িটি রেজিস্ট্রেশন করানোর জন্য আজই যান পাঁচকুলার তেহসিল অফিসে। জানা গিয়েছে পাঁচকুলার সেক্টর ৬-এ বাড়িটি কেনা হয়েছে। আইনি কাগজে-কলমে বাড়িটির দাম ৯ কোটি টাকা।
আয়ুষ্মান এ ব্যাপারে বলেন, আমি বাড়িটা কিনেছি এমন বলবেন না বা ভাববেন না। বলা ভাল, এটা খুরানা পরিবারের নতুন বাড়ি হল। খুরানা পরিবারের তরফ থেকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে একটা নতুন বাড়ি কেনা হোক যেখানে সবাই মিলে বেশ হইহই করে থাকা যাবে।
গত মাসে আনলক শুরু হওয়ার পরই দুই ভাই একসঙ্গে চলে আসেন চন্ডীগড়ে। বাবা-মা ও পরিবারের অন্যান্যদের সঙ্গে সময় কাটান। আয়ুষ্মান তো সেখানে নিজের ফিটনেস ধরে রাখার জন্য সকালে বিকেলে নিয়মিত সাইকেলও চড়েন। সেখানে পরিবারের সব মাথা এক হওয়ার পরই নতুন একটা বাড়ি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement