Rukmini Maitra: দেবের সঙ্গে মধ্যরাতে কেক কাটা, বিকেলে ইসকনের রথের উৎসবে সামিল! কেমন কাটল রুক্মিণীর জন্মদিন?
Rukmini Maitra Birthday: জন্মদিনের বিকেলে রুক্মিণী গিয়েছিলেন ইসকনে। সেখানে রথের উৎসবে সামিল হয়েছেন তিনি

কলকাতা: টলিউড জুড়ে গুঞ্জনে তোলপাড়.. দীর্ঘ ১২ বছরের সম্পর্কের পরে নাকি বিচ্ছেদের পথে হাঁটছেন দেব (Dev) আর রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)? তাঁদের নাকি সাম্প্রতিক কিছু অনুষ্ঠানে একসঙ্গে দেখা যাচ্ছে না... আর সেই থেকেই অনেকে মনে করছেন, সমস্যা চলছে দেব আর রুক্মিণীর মধ্যে। 'খাদান'-এর পর থেকেই নাকি নায়ক নায়িকার মধ্যে সমস্যা চলছে। তবে 'বিনোদিনী' প্রচারের সময় বারে বারেই নজর কেড়েছিল দেব রুক্মিণীর রসায়ন। আর এবার, রুক্মিণীর জন্মদিনে যেন আরও একবার দেব বার্তা দিলেন, তাঁর আর তাঁর প্রেমিকার মধ্যে সমস্যা কিছু স্বাভাবিকই রয়েছে। বিচ্ছেদ নেহাতই গুঞ্জন।
আজ অভিনেত্রী রুক্মিণী মৈত্রের জন্মদিন। ১২ বাজার কার্যত সঙ্গে সঙ্গেই দেব নিজের হোয়াটসঅ্যাপ স্টেটাসে শেয়ার করে নিয়েছেন রুক্মিণীর একটি ছবি। সেখানে দেখা যাচ্ছে, একটি কেক-এর সামনে বসে রয়েছেন রুক্মিণী। মুখে হাসি। সেই কেকে লেখা রয়েছে, 'রুক'। এরপরেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, রুক্মিণী তাঁর মায়ের পাশে বসে রয়েছেন।- বেলুনে সাজানো ঘর। আর রুক্মিণীর পাশেই বসে রয়েছেন দেব। হাততালি দিয়ে উৎসাহিত করছেন রুক্মিণীকে। রুক্মিণী ছুরি হাতেই নাচ শুরু করে দেন উচ্ছ্বাসে। তারপরে কেক কাটেন।
আজ, জন্মদিনের বিকেলে রুক্মিণী গিয়েছিলেন ইসকনে। সেখানে রথের উৎসবে সামিল হয়েছেন তিনি। রুক্মিণী ঈশ্বরে বিশ্বাস করেন। আর সেই কারণে রুক্মিণী প্রায় প্রতিবারই ইসকনের রথযাত্রায় সামিল হন। এবার রথযাত্রা পড়েছে রুক্মিণীর জন্মদিনের দিন। সেই কারণেই রুক্মিণী আরও বেশি করে সামিল হয়েছেন এই উৎসবে।
শেষবার রুক্মিণীকে দেখা গিয়েছিল 'বিনোদিনী' ছবিতে। এই ছবি দর্শকদের মধ্যেও বেশ প্রশংসিত হয়েছিল। রামকমল মুখোপাধ্যায়ের পরিচালিত এই সিনেমায় মুখ্যভূমিকায় দেখা গিয়েছিল রুক্মিণীকে। এই ছবি দর্শকদের মধ্য়েও বেশ প্রশংসিত হয়েছিল। রুক্মিণীকে এই প্রথম কোনও ঐতিহাসিক চরিত্রে দেখলেন দর্শকেরা। আগামী সময়ে তাঁর 'হাঁটি হাঁটি পা পা' ছবিটি মুক্তি পাবে। এই সময়ে চিরঞ্জিতের সঙ্গে দেখা যাবে অভিনেত্রীকে। অর্ণব মিদ্যার পরিচালনায় দেখা যাবে এই ছবি। আগামীদিনেও একাধিক ছবিতে অভিনয় করার কথা রয়েছে রুক্মিণীর।
View this post on Instagram























