Rukmini Maitra: রূপটান থেকে অভিনয়... 'বিনোদিনী' ছিল রুক্মিণীর কেরিয়ারের অন্যতম বড় চ্যালেঞ্জ
Rukmini Mitra as Binodini: ছবির ট্রেলারেই একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত, বিভিন্ন চরিত্রের ওঠা পড়ায় দেখা গেল রুক্মিণীকে

কলকাতা: 'মেরি জান বসতি হ্যায় ইস থিয়েটার মে গুরমুখ বাবু...' বিনোদিনীর এই সংলাপই যেন কানে লেগে থাকে ট্রেলারের শেষে। মুক্তি পেল 'বিনোদিনী' ছবির ট্রেলার। আর সেখানেই, বিভিন্ন চরিত্রের মোড়কে ঝলমল করে উঠলেন রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। নটি বিনোদিনীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। আর সেই ছবির ট্রেলারেই একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত, বিভিন্ন চরিত্রের ওঠা পড়ায় দেখা গেল রুক্মিণীকে। একেবারে শুরু থেকে শুরু করে তাঁর থিয়েটার করার স্বপ্ন, সেখান থেকে প্রথম থিয়েটারে সুযোগ পাওয়া, গিরিশ ঘোষের কাছে আসা, থিয়েটার শুরু করা.. সব মিলিয়ে যেমন তাঁর রূপটানের বিভিন্ন লুক দেখা গিয়েছে, তেমনই দেখা গিয়েছে চরিত্রের বিভিন্ন শেড-ও।
রামকমল মুখোপাধ্যায় পরিচালিত 'বিনোদিনী-একটি নটির উপাখ্যান' এর মুখ্যভূমিকায় অভিনয় করছেন রুক্মিণী। সেই খবর পাওয়া গিয়েছিল আগেই। তবে এই ছবির জন্য প্রস্তুতি কিছু কম নিতে হয়নি রুক্মিণীকে। এই ছবির জন্য দীর্ঘদিন ধরে তিনি ধ্রুপদী নাচ শিখেছেন। অভিনয়ের প্রয়োজনে ওজন বাড়িয়েছেন বেশ অনেকটাই। এই ছবিতে অভিনয় করার জন্য দীর্ঘদিন ধরে অনুশীলন করেছেন রুক্মিণী। প্রশিক্ষণ নিয়েছেন, জেনেছেন বিনোদিনীর ইতিহাসকে। আর অবশেষে, জানুয়ারীর শেষে মুক্তি পাচ্ছে এই ছবি। পর্দায় 'বিনোদিনী' হয়ে রুক্মিণী কতটা ম্যাজিক দেখাতে পারবেন সেটাই এখন শেখার।
অন্যদিকে, সদ্যই স্টার থিয়েটারের নাম বদলে গিয়েছে। করা হয়েছে বিনোদিনী থিয়েটার। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা করেছেন। আর এই ঘোষণার পরেই মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন রুক্মিণী। সোশ্যাল মিডিয়ায় সেই দিন রুক্মিণী পোস্ট করেছিলেন, 'আজ স্বপ্নপূরণের দিন। আজ দীর্ঘ শতাধিক বছরের বঞ্চনা থেকে অভিশাপ মুক্তির দিন। আজ নিজেকে ফিরে পাওয়ার দিন। আমরা যেমন স্বাধীনতার জন্য শতাধিক বছর ধরে লড়াই করেছিলাম, তেমনই বিনোদিনী দাসী নিজের প্রাপ্য সম্মানের জন্যে শতাধিক বছর ধরে লড়াই করে যাচ্ছেন। আজ প্রায় ১৪০ বছর পর আজ সেই স্বপ্ন পূরণের দিন। আজ থেকে ঠাকুর শ্রীরামকৃষ্ণের আশীর্বাদধন্য নটি বিনোদিনীর স্বপ্নের স্টার থিয়েটার, " বিনোদিনী থিয়েটার।" আর তা শুধুমাত্র হল আমাদের সবার প্রিয় মাননীয়া মুখ্যমন্ত্রীর জন্য। প্রণাম দিদি। আজ ৩০ ডিসেম্বর ২০২৪ সত্যিই স্বপ্ন পূরণের দিন। বিনোদিনী দাসীর লড়াই নিয়ে আমরা আসছি ২৩ শে জানুয়ারি ২০২৫, আপনার কাছের প্রেক্ষাগৃহে।'
আরও পড়ুন: Tiku Talsania: হৃদরোগে আক্রান্ত বলি অভিনেতা, সংকটজনক অবস্থায় ভর্তি হাসপাতালে
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
