Rukmini Maitra: 'তাঁকে ভেবেই লেখা হয়েছে এই ছবির চিত্রনাট্য', 'মায়া', 'বিনোদিনী'-র পরে ফের নতুন চমক রুক্মিণীর!
Rukmini Maitra News: যে সম্পর্কগুলো সৃষ্টির আদি থেকে আজ পর্যন্ত আমাদের সবার জীবনে সবথেকে বেশী গুরুত্বপূর্ণ অথচ সবথেকে বেশী অবহেলিত, তেমনই একটা সম্পর্কের কথা বলবে এই গল্প।
কলকাতা: ফের নতুন এক সম্পর্কের গল্প নিয়ে আসছেন রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। সামনেই আসছে তাঁর নতুন ছবি 'বিনোদিনী' আর তার আগেই নতুন চমক রুক্মিণীর। অর্ণব মিদ্যার নতুন ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র মুখ্যভূমিকায় দেখা যাবে রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)-কে। এই ছবি একটি চিরন্তন ভালবাসার গল্প। তবে ভালবাসা মানেই প্রেম নয়, সম্পর্কের বাইরেও যে প্রতিটা সম্পর্কেই গভীর এক আত্মিক টান, দায়িত্ব বোধ,পারস্পরিক শ্রদ্ধা থাকে সেই ভালোবাসার কথা বলে 'হাঁটি হাঁটি পা পা'। যে সম্পর্কগুলো সৃষ্টির আদি থেকে আজ পর্যন্ত আমাদের সবার জীবনে সবথেকে বেশী গুরুত্বপূর্ণ অথচ সবথেকে বেশী অবহেলিত, তেমনই একটা সম্পর্কের কথা বলবে এই গল্প।
এই ছবিটি নিয়ে রুক্মিণী মৈত্র বলছেন, 'এই ছবির গল্পটা শোনা মাত্রই আমার ভীষণ ভাল লেগেছিল। কিন্তু তারপরে চলে দীর্ঘ আলোচনা.. সংলাপ নিয়ে কাটাছেঁড়া অবশেষে ভাল লাগছে দর্শকদের এমন সুন্দর একটা ছবি উপহার দিতে পারছি। অর্ণবের সঙ্গে কথা বলে আমার খুব ভাল লেগেছে। মানুষ হিসেবে ও ভীষণ সংবেদশনশীল। আর যেহেতু একটা একটা সম্পর্কের গল্প, আমার বিশ্বাস ও ছবিটা সুন্দর করে বানাবে। ওর আগের ছবিগুলোও আমি দেখেছি। আমার মন ছুঁয়ে গিয়েছে। আশা করছি এই সিনেমাটাও ভাল হবে।'
অন্যদিকে, এই ছবি নিয়ে অর্ণব মিদ্যা বলছেন, ''হাঁটি হাঁটি পা পা'-র গল্প নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছি। ছবিটি রুক্মিণীকে ভেবেই লেখা। লেখা। একটা সম্পর্কের গল্পে যেমন হাসি-কান্না, ভালোলাগা-ভালোবাসা থাকে, এই গল্পটা আসলে তারই যথাযথ সংবেদনশীল মিশ্রণ। গল্পটার চিত্রনাট্য, সংলাপ লেখার সময় সেই সংবেদনশীলতারই পরিচয় দিয়েছেন কাহিনীকার প্রিয়াঙ্কা পোদ্দার। রুক্মিণীকে যখন গল্পটা শোনাতে যাই, ওনার চোখেমুখে সেই অভিব্যক্তিগুলোই দেখতে পাই, যেগুলো যে কোনো পরিচালক সিনেমা দেখার শেষে দর্শকদের থেকে দেখতে চান। তারপরে একসঙ্গে বসে চিত্রনাট্যের অদল বদল করা, ছবির বিভিন্ন বদল করেছি। অবেশেষে দর্শকদের সামনে এমন একটা ছবি আমরা তুলে ধরতে পেরেছি যেটা দর্শকদের মুগ্ধ করবে বলেই আমাদের বিশ্বাস। চরিত্রের প্রয়োজনে রুক্মিণী যেভাবে প্রত্যেকটা ছবিতে নিজেকে ভেঙে দর্শকদের সামনে নতুনভাবে তুলে ধরেছে, এই ছবিতেও তেমন কিছুই হতে চলেছে। এই ছবিতে রুক্মিণী ছাড়াও আরও অনেক চমক রয়েছে যেগুলো ক্রমশ প্রকাশ্য।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।