Rukmini Wishes Dev: 'জীবনের চড়াই উতরাই' একসঙ্গে পেরিয়ে যাওয়ার বার্তা, দেবকে বিশেষ শুভেচ্ছা রুক্মিণীর
Happy Birthday Dev: গত ২৩ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 'প্রজাপতি' ছবিটি। বিতর্কে নামও জড়িয়েছে। রাজ্য সরকারের প্রেক্ষাগৃহ 'নন্দন'-এ ছবিটি মুক্তি না পাওয়ায় হয়েছে জলঘোলা, রাজনৈতিক তরজা তুঙ্গে।
কলকাতা: ২৫ ডিসেম্বর ৪০ পূর্ণ করেছেন তিনি। বয়স যদিও তাঁকে দেখে বোঝার উপায় নেই। তিনি টলিউডের মহানায়ক দেব (Dev Birthday)। জন্মদিনে সোশ্যাল মিডিয়া ভেসেছে তাঁর প্রতি শুভেচ্ছা। আর এই সব মিটে যাওয়ার পর, ২৬ তারিখ, অর্থাৎ আজ সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তায় দেবকে শুভেচ্ছা জানালেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)।
দেবকে বিশেষ শুভেচ্ছাবার্তা রুক্মিণীর
২৬ ডিসেম্বর, নিজের সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি পোস্ট করেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। একটি জন্মদিনের দিনই তোলা। অপরটি তাঁদের ঘুরতে গিয়ে তোলা একটি ছবি।
ছবি দুটি পোস্ট করে রুক্মিণী লেখেন, 'তোমাকে শুভেচ্ছা জানানোর আরও এক বছর... শুভ শুভ জন্মদিন আরও একবার! বেঁচে থাকার পথে আরও অনেক চড়াই উতরাই একসঙ্গে কাটানোর উদ্দেশ্যে জীবন সঙ্গী! ভালবাসা ও ভাগ্য সবসময়।'
View this post on Instagram
প্রসঙ্গত, গত ২৩ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 'প্রজাপতি' ছবিটি। মুক্তির পর থেকেই বিতর্কে নাম জড়িয়েছে ছবিটির। রাজ্য সরকারের প্রেক্ষাগৃহ 'নন্দন'-এ ছবিটি মুক্তি না পাওয়ায় হয়েছে জলঘোলা, রাজনৈতিক তরজা তুঙ্গে। অনেকের মতে ছবিতে অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী থাকার ফলেই নন্দনে মুক্তি পেতে দেওয়া হয়নি ছবিটিকে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে রুক্মিণী ক্যাপশনে জীবনের কোন 'চড়াই উতরাই'য়ের কথা বললেন তা অবশ্য জানা নেই। কিন্তু অভিনেত্রী মিষ্টি পোস্টের মিষ্টি বার্তা মনে ধরেছে অনুরাগীদের। জন্মদিন পেরিয়ে আজও সেই পোস্টে অনেকেই শুভেচ্ছা জানাচ্ছেন তাঁদের প্রিয় তারকা দেবকে।
প্রসঙ্গত, নন্দনে 'প্রজাপতি'র মুক্তি প্রসঙ্গে দেব বলেছেন, 'এর পরও যদি আমার কাছে এমন চিত্রনাট্য আসে, যেখানে মিঠুনকে লাগবে, আবারও ওঁকে নিয়ে ছবি করব। আমার কাছে প্রথম থেকে শেষ পর্যন্ত, সিনেমাই সবকিছু। কোনও দিন সিনেমার মধ্যে রাজনীতি ঢোকাইনি, আবার সিনেমার মধ্যেও রাজনীতি ঢোকাইনি। দু'টো আলাদা জগৎ আমার কাছে। যথেষ্ট সৎ ভাবে দুই জগতের মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেছি। একজনও বলতে পারবেন না, কোনও দিন রাজনৈতিক প্রভাব খাটিয়ে কাজ বের করার চেষ্টা করেছি বা রাজনৈতিক রংয়ের জন্য কাউকে বলছি, তুমি আমার সঙ্গে কাজ করতে পারবে না। কনও শিল্পী, অভিনেতাকে লাগবে মনে হলে আপ্রাণ চেষ্টা করব, পায়েও পড়ে যাব। টাকা বেশি হলে বলব, দিতে পারব না, আবার আপনাকে ছাড়া ছবিও বানাতে পারব না। এমনই মানুষ আমি।'