Ananya Panday: সম্পর্কের গুঞ্জন জোরালো করে প্রেমিকের সঙ্গে কাতার গেলেন অনন্যা, ছবি ভাইরাল
Bollywood Celebrity Updates: মোটেই শুধু বাবা কিংবা বন্ধু ও বন্ধুর বাবার সঙ্গে কাতারে যাননি অনন্যা। সেখানে গিয়েছেন তাঁর 'প্রেমিক'ও। আর প্রেমিকের সঙ্গে অভিনেত্রী ক্য়ামেরাবন্দিও হলেন। ভাইরাল হল মুহূর্তে।
নয়াদিল্লি: বাবা চাঙ্কি পাণ্ডে, অভিনেতা সঞ্জয় কপূর, তাঁর কন্যা সনয়া কপূরের সঙ্গে কাতারে ফুটবল ওয়ার্ল্ড কাপ (FIFA World Cup 2022) দেখতে গিয়েছেন বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে (Ananya Panday)। সেখান থেকে নানা ছবি ও ভিডিও পোস্ট করছেন। ম্যাচ দেখার উচ্ছ্বাস থেকে ডেভিড বেকহ্যামকে দেখার উচ্ছাস তিনি ধরে রাখতে পারছেন না। তা শেয়ার করে নিয়েছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। তবে, যেটা নজর কাড়ছে, তা হল, মোটেই শুধু বাবা কিংবা বন্ধু ও বন্ধুর বাবার সঙ্গে কাতারে যাননি অনন্যা। সেখানে গিয়েছেন তাঁর 'প্রেমিক'ও। আর প্রেমিকের সঙ্গে অভিনেত্রী ক্য়ামেরাবন্দিও হলেন। যা ভাইরাল হল মুহূর্তে।
">
প্রেমিকের সঙ্গে ফুটবল ওয়ার্ল্ড কাপ দেখতে গেলেন অনন্যা পাণ্ডে-
এদিন নেট দুনিয়ায় বেশ কিছু ছবি পোস্ট করা হয়েছে অভিনেতা সঞ্জয় কপূর, তাঁর কন্যা সনয়া কপূর, অনন্যা পাণ্ডের পক্ষ থেকে। সেখানেই ক্যামেরাবন্দি হলেন অনন্যার 'প্রেমিক'। তিনি আর কেউ নন, বলিউড অভিনেতা আদিত্য রয় কপূর (Aditya Roy Kapoor)। বেশ কিছুদিন ধরেই দুই তারকার সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছে। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, আদিত্যর সঙ্গে চুটিয়ে প্রেম করছেন অনন্যা। আর এবার দুজনকে একসঙ্গে দেখা গেল ফুটবল ওয়ার্ল্ড কাপ উপভোগ করতে। তাই স্বাভাবিকভাবেই ছবি ভাইরাল হতেই দুই তারকার সম্পর্কের গুঞ্জন আরও জোরালো হল।
">
">
">
আরও পড়ুন - কোরিওগ্রাফারের কোন কথায় এমন উত্তেজক পারফরম্যান্স করেন দীপিকা? সামনে এল 'বেশরম রং' তৈরির পিছনের গল্প