Rupanjana Mitra: সৌন্দর্য্য নিয়ে নওয়াজউদ্দিন সিদ্দিকির পোস্টে সমর্থন রুপাঞ্জনার, কী উত্তর দিয়েছিলেন অভিনেতা?
Rupanjana Mitra: ব্যক্তিগত জীবনে শিল্পী রূপাঞ্জনা মিত্র জীবনে সৌন্দর্য্য কতটা গুরুত্বপূর্ণ? নতুন ধারাবাহিক 'অনুরাগের ছোঁয়া'-র সাংবাদিক সম্মেলনে এসে ব্যক্তিগত জীবনের কথা বললেন রূপাঞ্জনা
কলকাতা: ধারাবাহিকে তাঁর চরিত্রের নাম লাবণ্য, অপরূপ সুন্দরী। তাঁর মতে, তাঁর পুত্রবধূও হবেন পরমা সুন্দরী। সৌন্দর্য্যের পূজারী তিনি। তবে ব্যক্তিগত জীবনে শিল্পী রূপাঞ্জনা মিত্র জীবনে সৌন্দর্য্য কতটা গুরুত্বপূর্ণ? নতুন ধারাবাহিক 'অনুরাগের ছোঁয়া'-র সাংবাদিক সম্মেলনে এসে ব্যক্তিগত জীবনের কথা বললেন রূপাঞ্জনা (Rupanjana Mitra)।
ধারাবাহিকে নিজের ছেলের জন্য রুপবতী মেয়ে খুঁজছেন লাবণ্য। ব্যক্তিগত জীবনে রূপাঞ্জনা মৈত্র জীবনে সৌন্দর্য্য কতটা গুরুত্বপূর্ণ? এবিপি লাইভের প্রশ্নের উত্তরে রুপাঞ্জনা বললেন, 'আমি সবসময় বিশ্বাস করি, সৌন্দর্য্য নির্ভর করে যে দেখছে তাঁর চোখের ওপর। আর হ্যাঁ, আমি এও বিশ্বাস করি একজন ভালো শিল্পী হতে গেলে একটা সুন্দর মন লাগে। সম্প্রতি নওয়াজউদ্দিন সিদ্দিকি (Nawazuddin Siddiqui) ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছিলেন। তাতে তিনিও এই কথাই লিখেছিলেন যে, একজন ভালো শিল্পী হতে গেলে একটা সুন্দর মন লাগে। আমি তাঁর সেই পোস্টে কমেন্ট করেছিলাম, আমি আপনাকে সমর্থন করছি। আমার সেই পোস্টে লাভ রিয়্যাক্ট করেছিলেন উনি।'
এই ধারাবাহিকেই প্রথমবার মুখ্যভূমিকায় অভিনয় করছেন স্বস্তিকা। ধারাবাহিক 'অনুরাগের ছোঁয়া'-তে তাঁর চরিত্রের নাম দীপা। কেমন ছিল স্বস্তিকা থেকে দীপা হয়ে ওঠার এই সফর? সাংবাদিক সম্মেলনে এবিপি লাইভের প্রশ্নের উত্তরে স্বস্তিকা বললেন, 'আমার ওজন বেশ কিছুটা বেশি ছিল। ধারাবাহিকের জন্য ওজন কমাতে হয়েছে। আর আমার বই পড়ার খুব একটা অভ্যাস নেই। ধারাবাহিকের জন্য বই পড়তে হচ্ছে বেশ।' একটু ভেবে স্বস্তিকা যোগ করলেন, 'এই ধারাবাহিকের জন্য স্কুটি চালাতে শিখতে হয়েছে আমায়।'
আরও পড়ুন: বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি কমেডিয়ান সুনীল গ্রোভার
ধারাবাহিকে সূর্যের চরিত্রে অভিনয় করছেন দিব্যজ্যোতি দত্ত। গল্পের নিয়মেই দেখা হবে সূর্য আর দীপার। দীপার ব্যবহারে মুগ্ধ হয় সূর্য। তার চরিত্রের কাছে রূপ নয়, মানুষের গুণটাই আসল। ব্যক্তি দিব্যজ্যোতির সঙ্গে মিল রয়েছে গল্পের সূর্যের। তাঁর কথায়, 'আমি অভিনয় বুঝি না। আমি কেবল বুঝি চরিত্রটাকে বিশ্বাস করতে হবে। আমি সেটাই করি। সূর্যর যা ভালোলাগা দিব্যরও সেটাই পছন্দ হতে হবে।' একটা নতুন ঘড়ি কিনেছেন দিব্যজ্যোতি, শ্যুটিং ফ্লোরেও পড়ে যাচ্ছেন তাইই।'
সাংবাদিক সম্মেলনে ধারাবাহিকের কলাকুশলীদের কথায় কথায় জানা গেল, শ্যুটিং স্পট ঠিক হওয়ার পরেই নাকি জিম খুঁজেছিলেন দিব্যজ্যোতি। জিমে যাওয়াই তাঁর নেশা। পার্পেল স্টুটিওতে শ্যুটিং চলছে ধারাবাহিক 'অনুরাগের ছোঁয়া'-র।
ধারাবাহিকে অভিনয় করছেন দেবদূত ঘোষ ও রুপাঞ্জনা সেনগুপ্তও। তাঁদের মধ্যের দ্বন্দ্বও ফুটিয়ে তোলা হয়েছে ধারাবাহিকের গল্পে। দেবদূত বললেন, 'আমি সবসময় চেষ্টা করি সবার সঙ্গে বন্ধুত্ব এবং বয়সের দূরত্ব সমানভাবে বজায় রাখতে। রুপাঞ্জনার সঙ্গে আমার মতপার্থক্যটাকেও ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।'