Rupsa Chatterjee: 'সন্তান আসছে', খবর প্রকাশ্যে আনতেই চূড়ান্ত কটাক্ষ রূপসাকে, কাঞ্চন-শ্রীময়ীর সঙ্গে তুলনা
Rupsa Chatterjee News: গত অক্টোবরেই সামাজিক বিয়ে করেছিলেন রূপসারা। সেই বিয়েতে জাঁকজমক কিছু কম ছিল না
কলকাতা: তাঁর নতুন জীবন শুরু নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর থেকেই চূড়ান্ত নেতিবাচক মন্তব্যের স্বীকার হয়েছেন তিনি। বিয়ের একমাসের মধ্যেই তিনি সুখবর দিয়েছেন যে তিনি মা হতে চলেছেন। অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায় (Rupsa Chatterjee)। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় তিনি নিজেই এই খবর শেয়ার করে নিয়েছেন। কিন্তু তার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের বন্যা। ইতিমধ্যেই অনেকে হিসেব করে ফেলেছেন, বিয়ের আগেই নাকি অন্তঃসত্ত্বা হয়েছিলেন অভিনেত্রী। আর সেই থেকেই যাবতীয় সমস্যার সূত্রপাত। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা শুভেচ্ছা জানানোর বদলে চূড়ান্ত কটাক্ষ করেছেন রূপসা ও সায়নদীপ সরকার (Shayandeep Sarkar)-এর জুটিকে।
গত অক্টোবরেই সামাজিক বিয়ে করেছিলেন রূপসারা। সেই বিয়েতে জাঁকজমক কিছু কম ছিল না। আর এবার, মাস ঘুরতে না ঘুরতেই সুখবর। নভেম্বরের মাঝামাঝিই রূপসা আর সায়নদীপ দিলেন সুখবর। বাবা মা হচ্ছেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় অক্টোবর মাসে বিবাহের স্বপ্নের মতো ছবি শেয়ার করে নিয়েছিলেন রূপসা। তাঁর ও সায়নদীপের সম্পর্ক হওয়ার পর থেকেই রাখঢাক করেননি রূপসা। সোশ্যাল মিডিয়ায় নিজেদের সম্পর্ক নিয়ে বেশ খোলাখুলিই কথা বলেছেন তিনি। আর আজ, সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি শেয়ার করে নিয়েছেন রূপসা ও সায়নদীপ। সেখানে দেখা যাচ্ছে, তাঁদের বাড়ি সাজানো হয়েছে নীল আর গোলাপি বেলুনে। নীল বেলুন রাখা হয়েছে ছেলের জন্য ও গোলাপি বেলুন মেয়েদের জন্য। আনা হয়েছে কেক। বাচ্চাদের জন্য নীল ও গোলাপি জামা জুতো। সেই সমস্ত জিনিস সামনে রেখে, কেক হাতে নিয়ে সায়নদীপ লিখছেন..
'আমার মনে হয়, এখন থেকে প্রত্যেকটা শিশুদিবসই আমাদের কাছে বিশেষ হয়ে উঠবে। কারণ আমাদের জীবনে আসছে এক জুনিয়র। সারা জীবনের জন্য রূপসায়ন। ছোট্ট সদস্য আসছে খুব তাড়াতাড়ি। আপনাদের শুভেচ্ছা, ভালবাসা আর আশীর্বাদ জারি থাকুক।' সোশ্যাল মিডিয়ায় তাঁরা একটি কেকের ছবিও শেয়ার করে নিয়েছেন। সেখানে কেকের ওপর শোয়ানো রয়েছে একটি শিশু। আর সেখানে লেখা রয়েছে, 'মম অ্যান্ড ড্যাড টু বি'। দেখা গিয়েছে রূপসা ও সায়নদীপ বন্ধুদের সঙ্গে এই দিনটি উদযাপনও করেছেন।
আর তাঁদের এই পোস্টে কটাক্ষের বন্যা। অনেক জায়গাতেই তাঁদের তুলনা করা হয়েছে কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের সঙ্গে। বিয়ের আগেই অন্তঃসত্ত্বা ছিলেন শ্রীময়ী। আর সেই তুলনা টেনেই কটাক্ষ করেছেন রূপসাকে। কেন রূপসা তড়িঘড়ি বিয়ে সারলেন সেই নিয়েও শুরু হয়েছে কটাক্ষ। যদিও রূপসার আইনি বিয়ে হয়ে গিয়েছিল ১ বছর আগেই। সামাজিক বিয়ের কয়েকদিন আগেই রূপসা জানতে পারেন, তাঁদের কোলে আসতে চলেছে সন্তান।
আরও পড়ুন: Indrasish Roy: বিচ্ছেদ হচ্ছে ইন্দ্রাশীষের? স্ত্রীয়ের পোস্টের পরে শুরু জল্পনা
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।