Russia-Ukraine War: ইউক্রেনে যুদ্ধের বলি ভারতীয় পড়ুয়া, ট্যুইটে শোকপ্রকাশ ফারহান আখতারের
Russia-Ukraine War: খারকিভের (Kharkiv) স্থানীয় সুপারমার্কেটে খাবার কিনতে লাইনে দাঁড়িয়েছিলেন কর্ণাটকে (Karnataka) হাবেরির বাসিন্দা নবীন শেখারাপ্পা জ্ঞানগউধ (২১) (Naveen Shekarappa Gyanagoudar)।
নয়াদিল্লি: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে (war-hit Ukraine) খাদ্যের সন্ধানে বেরিয়ে নির্মম পরিণতির শিকার হতে হল ভারতীয় ডাক্তারি পড়ুয়াকে (Indian Medical Student)। খারকিভের (Kharkiv) স্থানীয় সুপারমার্কেটে খাবার কিনতে লাইনে দাঁড়িয়েছিলেন কর্ণাটকে (Karnataka) হাবেরির বাসিন্দা নবীন শেখারাপ্পা জ্ঞানগউধ (২১) (Naveen Shekarappa Gyanagoudar)। ঠিক তখন আকাশ জুড়ে দখল নিয়ে ক্রমাগত বোমাবর্ষণ শুরু করে রুশ যুদ্ধবিমান (Russian Fighet Plane)। আর সেই বোমাবর্ষণের অভিঘাতেই প্রাণ খোয়াতে হল ভারতের ছাত্র নবীনকে। খারকিভ মেডিক্যাল ইউনিভার্সিটির চতুর্থ বর্ষের পড়ুয়া ছিলেন তিনি।
ভারতীয় পড়ুয়ার মৃত্যুতে শোকপ্রকাশ করলেন অভিনেতা-পরিচালক ফারহান আখতার (Farhan Akhtar)। ট্যুইটার হ্যান্ডলে পোস্ট করে অভিনেতা এদিন লেখেন, 'ইউক্রেন দখলের শিকার এবার এক ভারতীয় ছাত্র। ওঁর পরিবারের কথা ভেবে খুব অসহায় লাগছে। সমবেদনা জানাই। আশা করছি আমাদের বাকি নাগরিকদের সুরক্ষিতভাবে বাড়ি ফিরিয়ে আনতে পারব, খুব শীঘ্রই।'
An Indian student is now a casualty of the Ukraine invasion .. feel terrible for the family .. deepest condolences.. hope we can get all our citizens home safe and soon. 🙏🏽
— Farhan Akhtar (@FarOutAkhtar) March 1, 2022
কেন্দ্রীয় সরকার 'অপারেশন গঙ্গা' শুরু করেছে যার মাধ্যমে যে সকল ভারতীয় নাগরিক ইউক্রেনে আটকে পড়েছেন তাঁদের ফিরিয়ে আনার জন্য। এছাড়া আরও একাধিক পদক্ষেপ নিচ্ছে সরকার।
আরও পড়ুন: Vicky Kaushal Upcoming Film: বলিউডে এবার নতুন জুটি, শ্যুটিং শুরু করলেন ভিকি-তৃপ্তি
অন্যদিকে, কিভের (Kyiv) দূতাবাস বন্ধ করল ভারত (Indian Embassy)। সূত্র মারফত জানা যাচ্ছে, ইউক্রেনে ভারতের দূত ও রাজধানী কিভে ভারতীয় দূতাবাসে থাকা সমস্ত কর্মীকে নিরাপদে বের করে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। যেভাবে মুহূর্মুহূ আক্রমণের রেশ বাড়িয়ে দিয়েছে রুশ সেনা সেই অবস্থায় যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে থাকা ভারতীয়দের নিরাপত্তার কথা ভেবেই দূতাবাস বন্ধের এই সিদ্ধান্ত। তবে ইউক্রেনে থাকা দূতাবাসের কর্মী ও সেই দেশে আটকে থাকা ভারতীয়দের নিরাপদে দেশে ফেরানোর সবরকম চেষ্টা চালানোর প্রয়াসে কোনও ছেদ পড়ছে না। জানা গিয়েছে, আপাত নিরাপদ ইউক্রেনের পশ্চিম দিকের শহর লিভে (Lviv) এই মুহূর্তে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ভারতীয় দূতাবাস।