Hrithik Roshan: 'তুমিই আমার জীবনের আলো', জন্মদিনে হৃতিককে আদুরে শুভেচ্ছা সাবার, কী লিখলেন সুজান?
Saba Azad and Sussanne Khan: সোশ্যাল মিডিয়ায় সাবা হৃতিকের সঙ্গে এক গুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন। কখনও তাঁরা দাঁড়িয়ে রয়েছেন রোদ মেখে, সমুদ্রতটে। কখনও আবার ঘরের মধ্যে, আদুরে।

কলকাতা: বয়স তাঁর কাছে কেবল একটা সংখ্যা। আজ জন্মদিনে যেন সেই কথা ফের একবার প্রমাণ করে দিলেন হৃতিক রোশন (Hrithik Roshan)। আজ তাঁর জন্মদিন। আর সোশ্যাল মিডিয়ায় তাঁকে শুভেচ্ছা জানালেন প্রেমিকা সাবা আজাদ (Saba Azad) থেকে শুরু করে প্রাক্তন স্ত্রী সুজান খানও। সোশ্যাল মিডিয়া ভাসল গ্রীক গডকে নিয়ে শুভেচ্ছাবার্তায়। সোশ্যাল মিডিয়ায় হৃতিককে শুভেচ্ছা জানিয়ে কে কী লিখলেন? দেখে নেওয়া যাক এক নজরে।
সোশ্যাল মিডিয়ায় সাবা হৃতিকের সঙ্গে এক গুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন। কখনও তাঁরা দাঁড়িয়ে রয়েছেন রোদ মেখে, সমুদ্রতটে। কখনও আবার ঘরের মধ্যে, আদুরে। কোনও ছবিতে আবার ঋত্বিক বসে রয়েছেন আপনমনে। সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত ছবি শেয়ার করে সাবা লিখেছেন, 'সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করার আরও একটা বছর পূর্ণ করার শুভেচ্ছা তোমাকে। তুমিই আমার জীবনের আলো। চিরকাল তোমায় ঘিরে রাখুক আনন্দ আর উচ্ছ্বাস।' সোশ্যাল মিডিয়ায় সাবার এই শুভেচ্ছাবার্তার কমেন্টে অনেকেই হৃত্বিককে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন। রিচা চড্ডা লিখেছেন, 'শুভ জন্মদিন মিস্টার রো'।
View this post on Instagram
অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় হৃতিককে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর প্রাক্তন স্ত্রী সুজানও। তিনি লিখেছেন, 'শুভ জন্মদিন। সঙ্গে 'কহো না পেয়ার হ্য়ায়' ছবির ২৫ বছরও উদযাপন হোক'। প্রসঙ্গত, সদ্য দ্বিতীয়বার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল 'কহো না পেয়ার হ্যায়' ছবিটি। দ্বিতীয়বার মুক্তির পরেও ছবিটি ভাল ব্যবসা করেছিল। আর এই ছবির নায়িকাও আজ সোশ্যাল মিডিয়ায় হৃতিককে শুভেচ্ছা জানিয়েছেন। অন্যদিকে, সোশ্যাল মিডিয়ায় হৃতিককে শুভেচ্ছা জানিয়েছেন আমিশা পটেল (Ameesha Patel)-ও। সোশ্যাল মিডিয়ায় হৃতিকের সঙ্গে একটি অল্প বয়সের ছবি শেয়ার করে নিয়েছেন আমিশা। সেই ছবিতে আবার হৃতিকের চোখ বন্ধ। সোশ্যাল মিডিয়ায় জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে আমিশা লিখেছেন, 'শুভ জন্মদিন হৃতিক আর আমাদের সিনেমা কহো না পেয়ার হ্যায়-এ ২৫ বর্ষপূর্তি। জোড়া উদযাপন। এই ছবিটা আমার বাড়িকে উদযাপনের সময় তোলা। কী সুন্দর একটা সফর তৈরি করেছিলাম আমরা। ২০২৫-এ আবার 'গদর' আসবে।'
View this post on Instagram






















