এক্সপ্লোর
বিজয় মাল্যের বিখ্যাত কিংফিশার ভিলা কিনলেন এই অভিনেতা!

পানাজি: নাম সচিন জোশী। ২০১১-য় প্রথম হিন্দি ছবি করেন, আজান। শেষ দেখা যায় জ্যাকপট-এ, সানি লিওনের সঙ্গে রোমান্স করছেন। সেই সচিন জোশীই এবার ৭৩ কোটি টাকার বেশি গাঁটগচ্চা দিয়ে কিনে ফেললেন বিজয় মাল্যর কিংফিশার ভিলা। জেএমজে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক জগদীশ জোশীর ছেলে সচিন তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে পরিচিত নাম। তিনি প্রযোজকও। স্পা, পানীয়, হোটেল- নানা ব্যবসা আছে তাঁর। ফলে ৭৩ কোটি টাকা জোগাড় তেমন কিছু কঠিন হয়নি তাঁর কাছে।
বেশ কয়েকটি ব্যাঙ্কের ঋণ না মিটিয়ে লন্ডন পাড়ি দিয়েছেন মাল্য। তারপর থেকেই ব্যাঙ্কগুলি মাল্যের সম্পত্তি বেচে ওই টাকা তোলার চেষ্টা করছে। কিন্তু একের পর এক নিলামেও কিংফিশার ভিলা বিক্রি হয়নি।
বেশ কয়েকটি ব্যাঙ্কের ঋণ না মিটিয়ে লন্ডন পাড়ি দিয়েছেন মাল্য। তারপর থেকেই ব্যাঙ্কগুলি মাল্যের সম্পত্তি বেচে ওই টাকা তোলার চেষ্টা করছে। কিন্তু একের পর এক নিলামেও কিংফিশার ভিলা বিক্রি হয়নি। গোয়ার ক্যান্ডোলিয়ামে সমুদ্রমুখী এই ভিলা বারবার নিলামে উঠেছে। বহু আগ্রহী ক্রেতা এসেছেন কিন্তু ৮৫ কোটি টাকা দাম শুনে পিছিয়ে গিয়েছেন তাঁরা। বাধ্য হয়ে ভিলার দাম কমিয়ে করা হয় ৮১ কোটি। কিন্তু তারপরেও দাম ওঠেনি। এ বছর মার্চে শেষ যে নিলাম হয়, তাতে দাম হাঁকা হয় ৭৩ কোটি। তখন সচিন জোশী সেটি কিনে নেন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















