Saif Ali Khan-Kareena Kapoor: 'চলো এখানেই বিয়ে করি'... গ্রীসে শ্যুটিং করতে গিয়ে হঠাৎ করিনাকে বলেছিলেন সেফ!
Saif Ali Khan and Kareena Kapoor: 'টশন'-এর খুব জনপ্রিয় একটি গান ছিল 'ছলিয়া ছলিয়া'। সেই গানের শ্যুটিং করার জন্য। সেই সময়ে সেখানে গিয়েছিলেন সেফ আলি খানও

কলকাতা: তাঁরা বলিউডের অন্যতম পাওয়ার কাপল। বছরের পর বছর ধরে তাঁরা যেন বলিউডকে শিখিয়ে এসেছেন, প্রেমেও থাকা যায়, বাঁচা যায় শুধু প্রেমকে সম্বল করেই। সেফ আলি খান (Saif Ali Khan) ও করিনা কপূর (Kareena Kapoor)। কিন্তু জানেন কী, কিভাবে শুরু হয়েছিল তাঁদের প্রেমের গল্প? একবার কর্ণ জোহরের শো-এ এসে করিনা কপূর নিজেই শুনিয়েছিলেন তাঁর ও সেফ আলি খানের প্রেমের গল্প।
'টশন'-এর খুব জনপ্রিয় একটি গান ছিল 'ছলিয়া ছলিয়া'। সেই গানের শ্যুটিং করার জন্য। সেই সময়ে সেখানে গিয়েছিলেন সেফ আলি খানও। একদিন সকালে উঠে সেফ করিনা কপূরকে ডেকে বলেন, 'চলো বিয়ে করে নিই। আমি এখানেই, একটা চার্চে তোমায় বিয়ে করে নিতে চাই।' করিনা ভেবেছিলেন সেফ বোধহয় পাগল হয়ে গিয়েছেন। তবে সেফ বলেছিলেন, 'আমি আর অন্য কোনও উপায় দেখতে পাচ্ছি না। এখানেই আমাদের বিয়ে করতে হবে।' ঠিক এভাবেই নাকি সেফ আলি খান করিনাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন।
এই সময়ে কর্ণ প্রশ্ন করেন, সেফ আলি খানের আগের বিয়ে বা সন্তানদের সম্পর্কে করিনা কিছু জানতেন কি না। বা সেই বিষয়ে সেফ আলি খান তাঁর সঙ্গে কিছু আলোচনা করেছিলেন কি না। করিনা জানিয়েছিলেন, তিনি অবশ্যই জানতেন সেফ আলি খানের সঙ্গে তাঁর সন্তানদের সম্পর্কের কথা। সেফ নাকি করিনাকে বলেছিলেন, তাঁর দুই সন্তান তাঁর পরিবারের অংশ। তাঁদের তিনি কখনও আলাদা ভাবতে পারবেন না। সেই নিয়ে অবশ্য করিনার কখনও কোনও খারাপ অনুভূতি ছিল না। তিনি কোনও খারাপ অনুভূতি রাখেননি এ নিয়ে। তিনি সব নিয়েই ভালবেসে গ্রহণ করেছিলেন সেফকে।
সদ্য সেফ আলি খানের ওপর হামলার ঘটনা ঘটেছিল। তবে আপাতত সুস্থ হয়েছেন তিনি। বাড়িতেই বিশ্রামে রয়েছেন সেফ। অন্যদিকে সদ্য শ্যুটিংয়ে ফিরেছেন করিনা কপূর খান। সদ্যই তাঁকে দেখা গিয়েছে ফ্লোরে। তবে এই ঘটনার পরে বাড়ানো হয়েছে সেফ আলি খানের বাড়ির সিকিওরিটি। তাঁর বাড়ির খোলা ব্যালকনি ঘিরে দেওয়া হয়েছে জাল দিয়ে। করিনা কপূর যে শ্যুটিং ফ্লোরে গিয়েছিলেন, তাঁকে ঘিরে ছিল নিরাপত্তা বলয়। অন্যদিকে সেফ আলি খানও বাইরে বেরলে তাঁকে ঘিরেও থাকছে নিরাপত্তা বলয়।
আরও পড়ুন: Deepika Padukone: আত্মহত্যার ভাবনাও মাথায় এসেছে, দীপিকা বোঝেননি, তিনিও অবসাদে ভুগছেন!






















