Deepika Padukone: আত্মহত্যার ভাবনাও মাথায় এসেছে, দীপিকা বোঝেননি, তিনিও অবসাদে ভুগছেন!
Deepika Padukone on Depression: দীপিকা এই মঞ্চে দাঁড়িয়েই বলেছেন, ছোটবেলা থেকেই তাঁর খেলাধুলোয় আগ্রহ ছিল বেশি। বাবা নামকরা খেলোয়াড়।

কলকাতা: একাধিকবার নিজের মানসিক অবসাদ নিয়ে মুখ খুলেছেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। 'পরীক্ষা পে চর্চা'-র একটি এপিসোডে অতিথি হয়ে এসেছিলেন দীপিকা পাড়ুকোন। আর সেখানে এসেই তিনি মুখ খুললেন, একটা সময়ে তিনি কীভাবে মানসিক স্বাস্থ্যকে দিনের পর দিন অগ্রাহ্য করেছেন সেটা নিয়ে। অবসাজের সঙ্গে নিজের লড়াইয়ের কথাও এই মঞ্চে তুলে ধরেছেন তিনি। জোর দিয়েছেন ডায়েরি লেখার অভ্যাসের ওপরেও।
দীপিকা এই মঞ্চে দাঁড়িয়েই বলেছেন, ছোটবেলা থেকেই তাঁর খেলাধুলোয় আগ্রহ ছিল বেশি। বাবা নামকরা খেলোয়াড়। দীপিকাও খুব ভাল ব্যাডমিন্টন খেলতেন। কিন্তু ধীরে ধীরে দীপিকা বুঝতে পারেন, তাঁর মডেলিংয়ের দিকে বেশি আগ্রহ। সেই কারণে খুব অল্প বয়স থেকেই তিনি শুরু করেন মডেলিং। তারপরে তিনি পা রাখেন অভিনয়ে। প্রথম ছবিতেই শাহরুখ খানের (Shah Rukh Khan) -এর বিপরীতে দেখা যায় অভিনেত্রীকে। এরপরে আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে।
তবে প্রথমের দিকে ধুমকেতুর গতিতে তাঁর উত্থান হলেও একটা সময়ে দীপিকার হাতে কাজ ছিল না। একটা সময়ে কেবলমাত্র আইটেম সং-এই দেখা যেত তাঁকে। সেই সময়ের কথা তুলে ধরে দীপিকা বলেন, তিনি কেবলমাত্র কাজ করতে থাকছিলেন। ২০১৪ সাল পর্যন্ত তিনি কোনও বিশ্রাম নেননি। তিনি একের পর এক কাজ করে যেতেন, ছোট বড় যাই হোক না কেন। এরপরে হঠাৎ তিনি একদিন অজ্ঞান হয়ে পড়ে যান। সেই সময়ে তাঁর মা প্রথম বুঝতে পারেন, দীপিকা অবসাদে ভুগছেন। সেই সময়ে দীপিকার এমন ধারণা আসত যে তিনি নিজের জীবন শেষ করে ফেলবেন। আত্মহত্যার কথা মাথায় আসত। তবে সেই সমস্ত কিছু কাটিয়ে উঠেছেন দীপিকা।
এছাড়াও দীপিকা বলেন, তিনি একটা সময়ে অঙ্কে ভীষণ ভয় পেতেন। এখনও নাকি তিনি অঙ্কে ভীষণ ভয় পান। সেই কারণে পরীক্ষার সময় তিনি ভীষণ চাপে থাকতেন। দীপিকার কথায়, 'নরেন্দ্র মোদি সবসময় বলেন, নিজেকে প্রকাশ করো। কখনও চেপে রেখো না। আমিও সেই কথাতেই বিশ্বাস করি। নিজের পরিবার ও বন্ধুদের কাছে মনের কথা প্রকাশ করার অভ্যাস করো।'
View this post on Instagram
আরও পড়ুন: Vicky Kaushal: 'ছাবা' মুক্তির আগের দিন মহাকুম্ভে ভিকি কৌশল, বললেন, 'দীর্ঘদিনের অপেক্ষা ছিল'






















