Kareena on Saif: চার সন্তান, সবাইকে সমান সময় দিতে পারেন সইফ? সত্যি কথাটা ফাঁস করলেন করিনা
Saif Ali Khan News: করিনা কপূরের সঙ্গে খুবই ভাল সম্পর্ক সারা আলি খানের। এতটাই সাবলীল যে সারার প্রেম নিয়ে মন্তব্যও করতে শোনা গিয়েছিল করিনা কপূরকে।
কলকাতা: কথায় বলে, সন্তান মানুষ করা সহজ নয়। কিন্তু সন্তান যদি হয় ৪ জন.. তাহলে তাঁদের প্রত্যেককে সময় দেওয়া কীভাবে সম্ভব? এই কাজটিই কিন্তু অবলীলায় করে থাকেন সইফ আলি খান (Saif Ali Khan)। তাঁর চার সন্তান। সেফ ও অমৃতার সন্তান সারা আলি খান ও ইব্রাহিম আলি খান। আর সেফ ও করিনা কপূরের (Kareena Kapoor) -এর সন্তান তৈমুর আলি খান (Taimur Ali Khan) ও জেহ আলি খান। চার সন্তানের মধ্যে সইফের সঙ্গে সবসময় থাকেন তৈমুর ও জেহ। তবে সারা ও ইব্রাহিমকেও সমান গুত্ব দেন সইফ।
সদ্য় কফি উইথ কর্ণ-র শোতে এসে করিনা কপূর বলেন, সইফ কী করে তাঁর চার সন্তানের জন্য সময় বের করেন? করিনা বলেন, 'সইফ কিছুটা সময় একা বা তাঁর কন্যা সারা আলি খানের সঙ্গে কাটাতে ভালবাসে। সইফের খুব প্রিয় একা বসে কফি খাওয়া বা সারার সঙ্গে গল্প করা। আমি জানি যে সারার সঙ্গে সইফের এই বন্ডিংটা কতটা গুরুত্বপূর্ণ। ইব্রাহিম, সারা ও সইফ হামেশাই একসঙ্গে ছুটি কাটাতে যায়। এছাড়া খুব ভাল হয়, যদি সবাই একসঙ্গে থাকে। চার ছেলে মেয়ে একসঙ্গে থাকলে খুব খুশি হয় সইফ। বিভিন্ন উৎসব অনুষ্ঠান আমরা সবাই একসঙ্গে কাটাই। গোটা পরিবার একসঙ্গে থাকলে সইফ খুব খুশি থাকে। সবাই মিলে একসঙ্গে আনন্দ করে, একসঙ্গে সময় কাটায়।'
প্রসঙ্গত, করিনা কপূরের সঙ্গে খুবই ভাল সম্পর্ক সারা আলি খানের। এতটাই সাবলীল যে সারার প্রেম নিয়ে মন্তব্যও করতে শোনা গিয়েছিল করিনা কপূরকে। অন্যদিকে হামেশাই বাবার সঙ্গে ক্যামেরাবন্দি হন সারা আলি খান। একসঙ্গে না থাকলেও, বাবার সঙ্গে হামেশাই সময় কাটাতে ছুটে আসেন সারা। অন্যদিকে মা অমৃতার সঙ্গেই মূলত থাকেন সারা ও ইব্রাহিম। মায়ের সঙ্গে সারা ও ইব্রাহিমের খুব ভাল বন্ডিং। তবে করিনার সঙ্গে বিবাহের পরে আর অমৃতার সঙ্গে যোগাযোগ রাখেননি সইফ আলি খান।
View this post on Instagram
আরও পড়ুন: Navya Naveli Nanda: অমিতাভ-জয়ার নাতনি, কিন্তু কখনও কেন রুপোলি পর্দায় পা-ই রাখলেন না নব্যা?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।