Saif Ali Khan: 'নতুন অটো হলে ভাল হত', সেফ আলি খানের প্রাণ বাঁচিয়ে কত টাকা পেলেন অটোচালক?
Saif Ali Khan on Auto Driver: সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে অটোচালক ভজন সিংহ রানা জানিয়েছেন, তিনি কোনও ক্যাশ পুরস্কার চান না।

কলকাতা: রক্তাক্ত সেফ আলি খানকে (Saif Ali Khan) হাসপাতালে নিয়ে গিয়েছিলেন তিনি। সময়ে হাসপাতালে পৌঁছে দিয়ে প্রাণ বাঁচিয়েছিলেন বলিউড সুপারস্টারের। কিন্তু সেই সময়ে সেফ আলি খানকে (Saif Ali Khan) চিনতে পারেননি অটোচালক ভজন সিংহ রানা। সুস্থ হয়ে বাড়ি ফেরার পরে, তাঁর সঙ্গে দেখা করলেন স্বয়ং সেফ আলি খান ও শর্মিলা ঠাকুর। তবে দেখা করার পরে কী কী কথা হল তাঁদের। সেফ আলি খান কী কিছু উপহার দিলেন যে তাঁর প্রাণ বাঁচিয়েছিল সেই মানুষকে?
সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে অটোচালক ভজন সিংহ রানা জানিয়েছেন, তিনি কোনও ক্যাশ পুরস্কার চান না। যদি সেফ আলি খান বদলে তাঁকে একটি নতুন অটো কিনে দেন, তবে তিনি তা গ্রহণ করবেন। তবে কোনওরকম টাকাপয়সা চান না অটোচালক ভজন সিংহ রানা। তবে তিনি এই বিষয়ে সেফকে অনুরোধ জানাবেন না বলেই ঠিক করেছেন। যেহেতু সেফ সবসময়ে, যে কোনও সাহায্যে অটোচালক ভজন সিংহ রানার পাশে থাকার কথা দিয়েছেন, সেই কারণে তিনি মনে করছেন, তাঁর অটোটা পুরনো হয়েছে। সেফ আলি খান যদি তাঁকে একটি নতুন অটো উপহার দেন, তাহলে তিনি তা গ্রহণ করবেন। খুশিও হবেন। তবে তিনি নিজে থেকে কিছুই চাইবেন না সেফের কাছে, এই কথা জানিয়ে দিয়েছেন তিনি।
তবে পাশাপাশি জানা গিয়েছে, সেফ আলি খান নাকি অটোচালক ভজন সিংহ রানাকে একটা মোটা অঙ্কের টাকা দিয়ে সাহায্য় করেছেন। কেউ বলছেন টাকার অঙ্কটা পঞ্চাশ হাজার। কেউ আবার বলছেন, টাকার অঙ্কটা এক লাখ। অটোচালক ভজন সিংহ রানার কথায়, 'মানুষকে ভাবতে দিন, আমি কত টাকা পেয়েছি। তবে আমি জানাব না কত টাকা পেয়েছি। কারণ আমি সেফ আলি খান স্যরকে কথা দিয়েছি, আমি জানাব না আমি কত টাকা পেয়েছি। সেফ আলি খান আমায় বলতে বারণ করেছেন। সেই কারণেই আমি কিছু বলব না।'
সেফ আলি খানের ওপর হামলার ঘটনার পরেই এই অটোচালক সেফ আলি খানকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। প্রাণ বাঁচিয়েছিলেন সেফ আলি খানের। বর্তমানে সুস্থ রয়েছেন অভিনেতা, তবে তাঁর বিশ্রামের প্রয়োজন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
