Saif Ali Khan: 'এক কোটি টাকা চেয়েছিল আততায়ী, জেহর বিছানার দিকে এগোতেই..', কী জানাচ্ছেন সেফের বাড়ির ন্যানি
Saif Ali Khan News: এলিয়ামা ফিলিপ নামে জেহ-র ন্যানি পুলিশকে জানিয়েছেন, তিনি জেহ-র ঘরের মাটিতে শুয়েছিলেন। রাতে হঠাৎ তাঁর ঘুম ভেঙে যায়

কলকাতা: ঠিক কী হয়েছিল সেফ আলি খানের (Saif Ali Khan)-এর ফ্ল্যাটে হামলার রাতে? সেই প্রশ্নই এখন সবচেয়ে চর্চায়। বৃহস্পতিবার ভোর রাতে নিজের বাড়িতেই আক্রান্ত হয়েছেন সেফ আলি খান (Saif Ali Khan)। বৃহস্পতিবার সেফের বাড়িতে ঢুকে আসে এক সশস্ত্র আততায়ী। তার উপস্থিতির কথা জানতে পেরেই তার ওপর ঝাঁপিয়ে পড়েন সেফ। এলোপাথাড়ি ছুরিতে আহত হন। সেফ পড়ে যাওয়ার পরেই পালিয়ে যায় ওই আততায়ী। কিন্তু কীভাবে ঢুকল সে? এই বিষয়ে পুলিশের কাছে স্টেটমেন্ট রেকর্ড করল জেহ-এর ন্য়ানি।
এলিয়ামা ফিলিপ নামে জেহ-র ন্যানি পুলিশকে জানিয়েছেন, তিনি জেহ-র ঘরের মাটিতে শুয়েছিলেন। রাতে হঠাৎ তাঁর ঘুম ভেঙে যায়। কোনও আওয়াজ হয়নি। এমনই তাঁর ঘুম ভেঙে যায়। সেই সময়ে তিনি দেখেন একজন বেঁটে ও রোগা ব্যক্তি ধীরে ধীরে জেহ-র বিছানার দিকে এগিয়ে যাচ্ছে। চিৎকার করে বাধা দিতে যান জেহ-র ন্যানি। সেই সময়ে ওই আততায়ী তাঁর কাছে এক কোটি টাকা দাবি করে বলে জানিয়েছেন এলিয়ামা ফিলিপ।
এলিয়ামা ফিলিপ আরও জানান, মোটেই ঘরে জোর করে ঢোকেনি ওই আততায়ী। দরজা বা জানলা ভাঙার কোনও চিহ্নই ছিল না। তিনি ওই আততায়ীকে বাথরুমের দিক থেকে আসতে দেখেন। এরপরেই এলিয়ামা ফিলিপ চিৎকার করে ওঠেন। বাজিয়ে দেন বাড়ির অ্যালার্ম। আর সেই অ্যালার্ম শুনেই ছুটে আসেন সেফ। শুরু হয়ে যায় ধস্তাধস্তি। এলোপাথাড়ি ছুরি চালাতে শুরু করে ওই আততায়ী। গুরুতর আঘাত পান সেফ। তিনি পড়ে যাওয়ার পরেই ছুটে বেরিয়ে যায় ওই আততায়ী। পুলিশ তাকে চিহ্নিত করলেও এখনও পর্যন্ত নিশ্চিতভাবে কাউকে এই ঘটনায় গ্রেফতার করা যায়নি।
এই বিষয় নিয়ে করিনা কপূর খান সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'এই দিনটা আমাদের গোটা পরিবারের জন্য ভীষণ চ্যালেঞ্জিং ছিল। আমরা এখনও হজম করতে পারছি না, বিশ্বাস করতে পারছি না যে ঘটনাটা আমাদের সঙ্গে ঘটে গিয়েছে। যেহেতু আমরা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, আমি অনুরাগী ও ছবিশিকারীদের অনুরোধ করব, দয়া করে কভারেজ করার জন্য একটু অপেক্ষা করতে। অধৈর্য্য না হতে। ভুয়ো খবর বা গুজব ছড়াবেন না দয়া করে।'






















