এক্সপ্লোর
Advertisement
সনুর আজান মন্তব্যকে ‘আক্রমণাত্মক’ বলায় টুইটারে তোপ সেফ আলি খানকে
মুম্বই: গত সপ্তাহে সোশ্যাল মিডিয়া থেকে প্রতিটি মানুষের চায়ের আড্ডায় আলোচনার কেন্দ্রে ছিল বলিউড গায়ক সনু নিগমের আজান সম্পর্কিত মন্তব্য। তারপর কী ঘটেছে, যেমন সনুর বিরুদ্ধে মুসলিম নেতার ফতোয়া জারি, গায়কের মাথা কামানো, নিজের টুইটার অ্যাকাউন্টে আজান রেকর্ড করে পোস্ট করা, সবকিছুই সকলের জানা। সনুর এই বিতর্কিত মন্তব্যে বলিউড থেকে প্রতিক্রিয়া দিয়েছেন কঙ্গনা রানাউত, জাভেদ আখতারের মতো ব্যক্তিরাও। এবার এপ্রসঙ্গে মুখ খুললেন সেফ আলি খান। সেফ-এর মতে প্রথমে সনুর মন্তব্যটি একটু বেশিই আক্রমণাত্মক ছিল। পরে নিজের মন্তব্যের স্বপক্ষে বিশ্লেষণ দিলেও, টুইটারাইদের তোপের মুখে পড়তে হয়েছে সেফকে।
সেফ তাঁর মন্তব্যে বলেন, আজানের সময় এই উচ্চস্বরে চিত্কার করার রীতি এসেছে সংখ্যালঘুদের সংখ্যাগরিষ্ঠ দেশে নিজেদের অস্তিত্ব প্রমাণের চেষ্টায়। সাধারণত ভীতি থেকেই এই উচ্চশব্দ। তারপরই তিনি বলেন, 'আমিও মনে করি যেকোনও ধর্মের প্রার্থনা অনুষ্ঠানেই ন্যূনতম একটি সাউন্ড ডেসিবেল মেনে চলা উচিৎ '। এরপর তিনি ভারতের সঙ্গে ইজরায়েলের তুলনা করে বলেন, সেখানেও তিনটি ধর্মের মানুষ একসঙ্গে থাকেন।
সেফ যদিও পরে বলেন, ধর্ম যেকোনও মানুষের ব্যক্তিগত বিষয় হিসেবে থাকা উচিৎ । ভারতের ধর্ম নিরপেক্ষ দেশ হিসেবে আন্তর্জাতিক মঞ্চে পরিচিতি থাকা প্রয়োজন। কিন্তু তারপরই টুইটারাইটদের সেফকে প্রশ্ন, নিজের ছেলের নাম তৈমুরও কী কোনও ভীতি থেকেই রেখেছেন তিনি?
জি ভট্ট নামে এক ব্যক্তির বক্তব্য, কাশ্মীরে যাঁরা পাথর ছুঁড়ছেন ভারতীয় সেনা জওয়ানদের লক্ষ্য করে তাঁদের সমালোচনা করার সাহস আছে তো সেফ-এর। তবে তাঁর বিরুদ্ধে টুইটারাইদের এই তোপের বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি সেফ।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
খবর
Advertisement