Sajani: পাহাড় থেকে গঙ্গার ঘাট, এক এক বয়সের জুটিকে ভিন্ন প্রেমের গল্পে বাঁধল 'সজনী'
Sajani Song Released: কোনও বয়সে প্রেম খুঁজে পাওয়া যায় পাহাড়ে, বিলাসবহুল হোটেলের ঘরে, আবার কখনও সেই প্রেম খুঁজে পাওয়া যায় নিছক গঙ্গার ধারে, জেটিতে, কলকাতার অলি গলিতে
কলকাতা: অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharyya)-র গানের পরে মুক্তি পেল 'দিলখুশ' (Dilkhush)-এর নতুন গান, 'সজনী'। প্রেম কী বয়স মানে? সম্পর্ক, পরিস্থিতি.. হিসেব করে প্রেমে পড়া যায় বুঝি? রাহুল মুখোপাধ্যায় (Rahool Mukherjee)-র নতুন ছবির গান তুলে ধরল প্রেমের উপাখ্যানই।
এই ছবিতে চার বিভিন্ন বয়সের জুটিকে দেখা যাবে। পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Banerjee)-কে দেখা যাবে অনুসূয়া মজুমদার (Anushua Majumdar)-এর সঙ্গে জুটি বাঁধতে। খরাজ মুখোপাধ্যায়ের (Khoraj Mykherjee)-কে দেখা যাবে অপরাজিতা আঢ্য (Aparajita Auddya)-র বিপরীতে। সোহম মজুমদার (Soham Majumdar)-এর সঙ্গে এই প্রথম জুটি বাঁধতে দেখা যাবে মধুমিতা সরকার (Madhumita Sircar)-কে। উজান চট্টোপাধ্যায় (Ujaan Chatterjee)-র সঙ্গে দেখা যাবে ঐশ্বর্য্য সেন (Ainwariya Sen)-কে। এছাড়াও রয়েছেন অনন্যা সেন (Anannya Sen)।
আরও পড়ুন: Tota Roychowdhury: 'ঈশ্বর ফুটবল খেললে মেসির মতোই খেলতেন', উপলব্ধি টোটার
এক এক বয়সে প্রেমের যেন এক এক ভাষা হয়। কোনও বয়সে প্রেম খুঁজে পাওয়া যায় পাহাড়ে, বিলাসবহুল হোটেলের ঘরে, আবার কখনও সেই প্রেম খুঁজে পাওয়া যায় নিছক গঙ্গার ধারে, জেটিতে, কলকাতার অলি গলিতে। নতুন গানেও ফুটে উঠল প্রেমের গল্প।
View this post on Instagram