Salman Khan: 'জান বলে জান বার করে নেবে', ক্যামেরার সামনে প্রেমের অভিজ্ঞতা নিয়ে অকপট সলমন
Actor Salman Khan: এই ছবিতে সলমনের সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী পূজা হেগড়ে। পোস্টারে আগেই নজর কেড়েছিল সলমনের নতুন হেয়ারস্টাইল
কলকাতা: সলমন খান (Salman Khan) -কে বলা হয় বলিউডের সবচেয়ে এলিজেবল ব্যাচেলর। তবে তাঁর প্রেমের গল্প কমবেশি সবারই জানা। ঐশ্বর্য্য রাই (Aishwariya Rai) থেকে শুরু করে ক্যাটরিনা কইফ (Katrina Kaif), ইউলিয়া ভান্তুর (Iulia Vântur), সঙ্গীতা বিজলানি (Sangita Bijlani)... বলিউডের 'ভাইজান'-এর প্রেম জমেছে, আবার প্রেম ভেঙেছেও। তবে এই সম্প্রতি, ছবির প্রচারে এসে সলমন জানালেন, আপাতত ঠিক কাকে 'জান' বলছেন তিনি!
সামনেই মুক্তি পাবে সলমনের নতুন ছবি 'কিসি কা ভাই, কিসি কি জান' (Kisi Ka Bhai Kisi Ki Jaan)। আর এই ছবির প্রচারেই কপিল শর্মার শো-তে হাজির ছিলেন 'ভাইজান'। সঙ্গী হয়ে এসেছিলেন, শেহনাজ গিল (Shehnaaz Gill), পালক তিওয়ারি (Palak Tiwari), জস্সি গিল (Jassie Gill), ও রাঘব জুয়াল (Raghav Juyal)। সেখানেই সলমনকে কপিল প্রশ্ন করেন, 'কাকে জান বলছেন বলিউডের ভাইজান।'
উত্তরে হাসতে হাসতে সলমন বলেন, 'জান বলার অধিকারটা কাউকেই দেওয়া উচিত নয়, কারণ তারা তোমায় জান বলে ডেকে তারপর তোমার জান (প্রাণ) নিয়ে চলে যাবে। সম্পর্কটা এভাবেই শুরু হবে, যে আমি আমার জীবনে তোমায় পেয়ে ধন্য। তারপরে যে তোমায় বলবে ভালবাসার কথা। এবং শেষমেষ যখন বুঝতে পারবে, ছেলেটি তার প্রেমে পাগল, তখন সে সম্পর্ক ভেঙে দিয়ে বেরিয়ে আসবে।'
এখানেই থামেননি সলমন। বলেন, 'জান শব্দটা ভীষণ অসম্পূর্ণ। সম্পূর্ণ কথাটা হল, তোমার জান (প্রাণ) নিয়ে নেব এবং তারপর অন্য কাউকে নিজের জান (প্রিয়) বানাব। টেলিভিশন শো -এর তরফ থেকে শেয়ার করে নেওয়া হয়েছে এই অংশটুকু। সেখানে লেখা হয়েছে, সলমন ছেলেদের মনের কথা বলে দিলেন। তবে এই সবটাই নিছক খুনসুটিতে। অর্চনা সিং-কে দেখা যায় সলমনের কথায় হেসে উঠতে।
এই ছবিতে সলমনের সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী পূজা হেগড়ে (Puja Hegde)। এই ছবির পোস্টারে আগেই নজর কেড়েছিল সলমনের নতুন হেয়ারস্টাইল। তাঁর কাঁধ ছাপানো চুল এক নতুন লুক দিয়েছিল অভিনেতাকে। সদ্য মুক্তি পাওয়া ট্রেলারে নজর কেড়েছেন পূজাও। ঈদে মুক্তি পাবে সলমনের এই ছবি।
আরও পড়ুন: 'Bholaa': মুক্তির ১৭ দিন পর ১০০ কোটির গণ্ডি পার করল অজয়-তব্বুর 'ভোলা'
View this post on Instagram