Salman Khan Birthday: দীর্ঘ প্রেমিকা তালিকা! যাঁদের সঙ্গে সম্পর্কে ছিলেন সলমন খান
Happy Birthday Salman Khan: ঐশ্বর্য রাই থেকে ক্যাটরিনা কাইফদের নাম তো শোনাই যায়। একনজরে দেখে নেওয়া যাক, কার কার সঙ্গে সম্পর্কে ছিলেন ভাইজান।
মুম্বই: বলিউডের এলিজিব্যল ব্যাচেলার সলমন খান (Salman Khan)। বিয়ে পিঁড়িতে বসেননি এখনও। কিন্তু তা বলে তাঁর জীবন রোম্যান্সহীন নয়। বরং, সলমন খানের প্রেমিকার তালিকা বেশ দীর্ঘ। বলিউডের একাধিক তারকার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। ঐশ্বর্য রাই থেকে ক্যাটরিনা কাইফদের নাম তো শোনাই যায়। একনজরে দেখে নেওয়া যাক, কার কার সঙ্গে সম্পর্কে ছিলেন ভাইজান (Happy Birthday Salman Khan)।
যে তারকাদের সঙ্গে সম্পর্কে ছিলেন সলমন খান-
১. সলমন খান এবং সঙ্গীতা বিজলানি- সলমন খানের সঙ্গে সম্পর্কের কথা শোনা যায় বলিউড অভিনেত্রী সঙ্গীতা বিজলানির। বেস কয়েক বছর সম্পর্কে ছিলেন তাঁরা। তারপর সেই সম্পর্ক ভেঙে গেলেও তাঁদের বন্ধুত্ব আজও অটুট রয়েছে। তাই তো ভাইজানের নানা পার্টিতে দেখা যায় সঙ্গীতাকে।
২. সলমন খান এবং সোমি আলি- পাকিস্তানের এই অভিনেত্রী বি টাউনে এসেইছিলেন সলমন খানের জন্য। মাত্র ১৫ বছর বয়সেই সলমনের প্রেমে পড়েন তিনি। এরপর বলিউডে এসে কেরিয়ার শুরু করেন। বেশ কয়েক বছর সম্পর্কেও ছিলেন সলমন ও সোমি আলি। কিন্তু তিক্ততার সঙ্গে শেষ হয় তাঁদের সম্পর্ক। শোনা যায়, অভিনেত্রীর শিশুসুলভ আচরণে অতিষ্ঠ হয়ে আলাদা হয়ে যান ভাইজান। আর সোমিকে আজও সলমনের নামে নানা সময়ে বিস্ফোরক মন্তব্য করতে দেখা যায়।
আরও পড়ুন - Bigg Boss 16: বড় চমক! 'বিগ বস'-এর ঘরে নতুন সদস্যের আগমন, কে এই মাহিম?
৩. সলমন খান ও ফারিয়া আলম- ১৯৯৬ সাল নাগাদ সম্পর্কে ছিলেন সলমন খান এবং অভিনেত্রী ফারিয়া আলম। কিন্তু কখনও তাঁরা সম্পর্কের কথা স্বীকার করেননি।
৪. সলমন খান ও ঐশ্বর্য রাই- বলিউড অভিনেত্রী ঐশ্বর্য রাইয়ের সঙ্গে সলমন খানের সম্পর্কের কথা অজানা নয় কারও। 'হম দিল দে চুকে সমন' ছবির সেট থেকেই শুরু হয় তাঁদের সম্পর্ক। কিন্তু অত্যন্ত রক্ষণশীল মনোভাবের কারণে সলমনের উপর বিরক্ত হন ঐশ্বর্য। এমনকি একাধিকবার অভিনেত্রীর বাড়ির বাইরে গিয়ে চিৎকার করতেও নাকি দেখা গিয়েছে ভাইজানকে। এরপরই শোনা যায়, দুজনের সম্পর্ক ভেঙে গিয়েছে।
৫. সলমন খান ও ক্যাটরিনা কাইফ- ঐশ্বর্য রাইয়ের মতোই ক্যাটরিনা কাইফের সঙ্গেও সলমন খানের সম্পর্কের কথা বহুল প্রচারিত। ভাইজানের হাত ধরেই বলিউডে এসেছিলেন ক্যাটরিনা। সম্পর্কের কথা দুজনের কেউই স্বীকার করেননি। কিন্তু আজও একে অপরের পাশে থাকতে যায় তাঁদের।
৬. ইউলিয়া ভান্তুর- ক্যাটরিনা কাইফের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর রোমানিয়ান বিউটি ইউলিয়ার সঙ্গে সম্পর্কে জড়াল সলমন খান। শোনা গিয়েছিল তাঁরা শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসবেন।
৭. সামনেই মুক্তি পাবে সলমন খানের বহু প্রতীক্ষিত ছবি 'কিসি কা ভাই কিসি কি জান'। এই ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে পূজা হেগড়েকে। শোনা যাচ্ছে, বর্তমানে পূজার সঙ্গে ডেটিং করছেন ভাইজান। যদিও এ খবর সূত্র মারফত।