Salman Khan: Bigg Boss OTT-র সঞ্চালনায় সলমন, কবে থেকে শুরু Season 2 ?
Salman Khan in Bigg Boss OTT Season 2: 'বিগ বস ওটিটি হিন্দি' এর দ্বিতীয় সিজন সঞ্চালনায় দেখা যাবে সলমন খানকে।
মুম্বই: 'বিগ বস ওটিটি হিন্দি' (Bigg Boss OTT Season 2) এর দ্বিতীয় সিজন সঞ্চালনায় দেখা যাবে সলমন খানকে (Salman Khan)। আজ্ঞে হ্যাঁ, ফের ভক্তদের উন্মাদনা তুঙ্গে। ইতিমধ্যেই স্ট্রিমিংয়ের তারিখ ঘোষণা করেছে কর্মকর্তারা।
View this post on Instagram
Bigg Boss OTT-র সঞ্চালনায় সলমন
বলাই বাহুল্য আগের থেকেও আরও বেশি এনগেজমেন্ট নিয়ে আরও বড় করে আসতে চলেছে এই শো। গসিপ, ড্রামা, ঘাত-প্রত্যাঘাত নিয়ে জমে উঠবে এই সিজন। ইতিমধ্যেই যা প্রিমিয়ারের জন্য প্রস্তুত। আইপিএল এর অভূতপূর্ব সাফল্যের পর, জিও সিনেমা এখন বিগ বস ওটিটি এর বিনোদনের ভাগটি নিয়ে আরও উন্নত করার পথে এগিয়ে চলেছে।
এই লুকেও নজর কাড়ছিলেন তিনি
ইনস্টাগ্রামে এক নেটিজেন সম্প্রতি পোস্ট করেছিলেন 'বিগ বস ওটিটি'র নতুন সিজনের প্রোমো। সেখানে সলমন খানকে বলতে শোনা যায়, 'আমি নিয়ে আসছি 'বিগ বস ওটিটি', তো ভারত দেখতে থাকো।' ঝলমলে রূপালি জ্যাকেট পরে দেখা যায় সলমনকে, সঙ্গে সাধারণ সাদা একটা টি-শার্ট। অবশ্যই এই লুকেও নজর কাড়ছিলেন তিনি।
জল্পনা শেষ
যদিও এর আগে শোনা যায় 'বিগ বস ওটিটি'র দ্বিতীয় সিজনে সঞ্চালক হিসেবে দেখতে পাওয়া যাবে রণবীর সিংহকে। যদিও সে গুড়ে বালি। এবার জল্পনা শেষ। কারণ 'বিগ বস ওটিটি হিন্দি' এর দ্বিতীয় সিজন সঞ্চালনায় দেখা যাবে সলমন খানকে। প্রথম সিজনের মতোই 'বিগ বস ওটিটি'র দ্বিতীয় সিজনও টিভির থেকে দৈর্ঘ্যে ছোট হবে। অনুষ্ঠানটি চলবে এবং বিখ্যাত দশজন ব্যক্তিত্বকে বন্দি হতে হবে বিগ বসের বাড়িতে।
আরও পড়ুন, সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কী বলছেন চিকিৎসক ?
আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?
শোনা যাচ্ছে, জিয়া শঙ্কর, রাজীব সেন, মুনাওয়ার ফারুকি, শিবম শর্মা, উমর রিয়াজ, আওয়েজ দরবারের মতো ব্যক্তিত্বরা প্রতিযোগিতায় নাম লেখাবেন। অনুষ্ঠানটি দেখা যাবে জিও সিনেমাস ও ভুট সিলেক্টে। অন্যদিকে, এও শোনা যাচ্ছে 'বিগ বস ওটিটি'র দ্বিতীয় সিজন প্রিমিয়ার শুরু হবে জুনের দ্বিতীয় সপ্তাহ থেকে এবং জুলাইয়ের শেষ পর্যন্ত চলবে। তবে ইতিমধ্যেই এবার শেষমেষ তারিখ ঘোষণা হয়েছে।১৭ জুন থেকে এই শো শুরু হবে।